চেন্নাই: পুরনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেত্রী, রাজনীতিবিদ জয়া প্রদা। তাঁকে ৬ মাসের জেলের সাজা শুনিয়েছে চেন্নাইয়ের একটি আদালত। শুধু তিনি এক নন, এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর দুই সহযোগী রাম কুমার এবং রাজা বাবু। এঁরা একযোগে একটি ব্যবসার কাজ করতেন বলেই জানা গিয়েছে। জেলের সাজা হওয়া ছাড়াও ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে জয়াকে।
বেশ কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন অভিনেত্রী জয়া প্রদা এবং তাঁর দুই সহযোগী। তবে ব্যবসা ভালো না চলায় সেই হল তারা বন্ধ করে দেন। কিন্তু সেখানকার কর্মরত কর্মীরা অভিযোগ করে যে, তাদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্য বিমার টাকা জমা দেওয়া হয়নি। সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের করার পরেই জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। জয়া অবশ্য মামলার পর টাকা দিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে মামলা তুলে নেওয়ার আর্জিও করেন। কিন্তু তাঁর সেই আবেদন মানা হয়নি।