বঙ্গ সঙ্গীত জগৎ শোকস্তব্ধ, চলে গেলেন গীতিকার-কবি কিংশুক চট্টোপাধ্যায়

বঙ্গ সঙ্গীত জগৎ শোকস্তব্ধ, চলে গেলেন গীতিকার-কবি কিংশুক চট্টোপাধ্যায়

poet lyricist

কলকাতা: দীর্ঘ দিন যকৃতের সমস্যার ভুগছিলেন তিনি। বুধবার জীবন যুদ্ধে চিরতরে হেরে গেলেন গীতিকার কবি কিংশুক চট্টোপাধ্যায়। এদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল তাঁর। মাত্র ৪৫ বছর বয়সে তাঁর না ফেরার দেশে চলে যাওয়াকে মানতে পারছে না বাংলার সঙ্গীত জগৎ। স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ শিল্পীমহল। 

কিংশুক চট্টোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, বিগত প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি সোনারপুরের হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কাজ বলতে মদন মিত্র অভিনীত এবং হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ লাভলি’ ছবি। যদিও ২০১৬ সালের আগে বেশ কয়েক বছর কিংশুক শারীরিক অসুস্থতার কারণে গান লেখা বন্ধ করে দেন। কিন্তু তারপর আবার আস্তে আস্তে কাজ শুরু করেন। সঙ্গীতশিল্পী সৌম্য বসু এমনটাই জানিয়েছেন। উল্লেখ্য, নচিকেতা, রূপঙ্কর বাগচী, শিলাজিৎ, সিধু-সহ একাধিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন কিংশুক।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − ten =