anand mahindra
মুম্বই: দেশে ৭৫ কোটি, বিশ্বজুড়ে ১২৯.৬ কোটি! হ্যাঁ, এটাই শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবির প্রথম দিনের কালেকশন। বিশ্বাস না হলেও এই তথ্য মানতে হবেই। ৪ বছর পর বড় পর্দায় ফিরে প্রথমে ‘পাঠান’ আর এখন ‘জওয়ান’ দিয়ে নিজের বাদশাহি মেজাজ যেন আবার পুনরায় স্থাপন করেছে ‘ বলিউড বাদশা’। দেশ তো বটেই, বিদেশের মাটিতেও তাঁকে ঘিরে উন্মাদনের কোনও কমতি নেই এই ৫৭ বছর বয়সেও। তাই তাঁকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে ঘোষণা করার দাবি জানালেন ভারতের জনপ্রিয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।
বিশ্বজুড়ে ‘জওয়ান’ মুক্তির আগে বিশ্বের উচ্চতম বিল্ডিং দুবাইয়ের বুর্জ খালিফায় এই ছবির ট্রেলার দেখানো হয়। সেই ভিডিও শেয়ার করেই এই আর্জি জানিয়েছেন শিল্পপতি। তাঁর কথায়, ”প্রত্যেক দেশ তাদের জাতীয় সম্পদকে আগলে রাখে, আপন করে রাখে। মনে হয় এখন শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণা করার সময় এসে গিয়েছে।” আনন্দের এই টুইট অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাতে অধিকাংশ ব্যবহারকারীই সম্মতি জানিয়েছেন। যদিও কেউ কেউ শিল্পপতির এই আর্জি সমর্থন করেননি। বরং তাকে বোকা বোকা করে কটাক্ষ করেছেন।
All countries guard their natural mineral resources and mine them and usually export them to earn forex. Maybe it’s time to declare @iamsrk a Natural Resource… 🤔 😊 pic.twitter.com/RvXnegLga0
— anand mahindra (@anandmahindra) September 8, 2023
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ এই মুহূর্তে ভারতীয় বক্স অফিসে তুফান এনেছে বলা যায়। একসঙ্গে প্রায় ১২টি সিনেমার রেকর্ড একাই ভেঙে দিয়েছে সে ইতিমধ্যে। আগামী কয়েকদিনে যে আরও রেকর্ড ভাঙা এবং গড়া হবে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। নেটিজেনরা এখনই এই ছবিকে ‘অল টাইম ব্লকবাস্টার’ ঘোষণা করে দিয়েছে। তবে আদতে ‘জওয়ান’ ১০০০ কোটির ক্লাবে ঢুকতে পারে কিনা, ‘পাঠান’-এর রেকর্ড ভাঙতে পারে কিনা, সেটা দেখার। তবে আদতে এটি শাহরুখ ভার্সেস শাহরুখ।