dev
মুম্বই: জীবনের বেশিরভাগ সময়টা এই বাংলোতেই কাটিয়েছিলেন কিংবদন্তী অভিনেতা দেব আনন্দ৷ স্ত্রী কল্পনা কার্তিক, সন্তান সুনীল আনন্দ এবং দেবীনা আনন্দের সঙ্গে থাকতেন বলিউডের এই সুপারস্টার৷ বিক্রি হয়ে গেল দেব আনন্দের জুহুর সেই বাংলোটি।
প্রথমসারির এক সাংবাদমাধ্যের রিপোর্ট অনুযায়ী, দেব আনন্দের জুহুর বাংলোটি কিনে নিয়েছে একটি রিয়েল এস্টেট কোম্পানি৷ চুক্তিও সম্পন্ন৷ কাগজপত্র তৈরির কাজ চলছে। প্রায় ৩৫০-৪০০ কোটি টাকাতে বিক্রি হয়েছে বাংলোটি। জুহুর এই এলাকায় রয়েছে বিশিষ্ট শিল্পপতি ও বলিউডের অধিকাংশ তারকার বাড়ি৷ জানা গিয়েছে, দেব আনন্দের বাংলো ভেঙে এখানে একটি ২২ তলা টাওয়ার তৈরি করা হবে।
দেব আনন্দ যখন জুহু-তে বাংলো বানানোর কথা ভেবেছিলেন, তখন এই এলাকা তেমন জনপ্রিয় ছিল না। অভিনেতা নিজেও জানিয়েছিলেন, জুহুর নিরিবিলি শান্ত প্রকৃতির মধ্যে থাকবেন বলেই এখানে বাংলো বানানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি এই জায়গাটির প্রেমে পড়ে গিয়েছিলেন৷ দেব আনন্দ একবার বলেছিলেন, ‘‘১৯৫০ সালে আমি জুহুর বাড়িটা বানিয়েছিলাম৷ জুহু তখন ছোট্ট একটা গ্রাম। চারদিক ফাঁকা, গোটা এলাকাটা খাঁ খাঁ করছে। আমার ভালো লেগেছিল, কারণ আমি নিঃসঙ্গতা পছন্দ করতাম। জুহু এখন খুবই জমজমাট হয়ে উঠেছে, লোকজনে ঠাসা। বিশেষ করে রবিবারে ভিড় উপচে পড়ে। সমুদ্রতট আর আগের মতো নেই। আমার আইরিস পার্কের বাসভবনে আর কোনও পার্ক নেই। আমার বাড়ির বাইরে একটি স্কুল এবং চারটি বাংলো তৈরি রয়েছে’৷
তবে বলিউডের ‘গাইড’ ৪০ বছরেরও বেশি সময় এই বাংলোয় কাটিয়েছেন। এখন অবশ্য সেই বাড়ি দেখভালের লোক নেই৷ দেব আনন্দের ছেলে সুনীল থাকেন মার্কিন মুলুকে। তাঁর স্ত্রী কল্পনা কার্তিক ও মেয়ে দেবিনা থাকেন উটিতে। মুম্বইয়ের সম্পত্তির যত্ন নেওয়ার মতো কেউ নেই৷ তাই তারা বাংলোটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। জুহুর বাংলোর পাশাপাশি মহারাষ্ট্রের পানভেলে থাকা কিছু সম্পত্তিও বিক্রি করে দেওয়া হচ্ছে।