উদয়পুরে ১০ লাখি ঘরে থাকবেন রাঘব-পরিণীতি, বিমান সফর ‘ইকোনমিক ক্লাস’-এ

উদয়পুরে ১০ লাখি ঘরে থাকবেন রাঘব-পরিণীতি, বিমান সফর ‘ইকোনমিক ক্লাস’-এ

a321dc2e1e361d92cfe8a3e5c845d513

 মুম্বই: বেজে গিয়েছে বিয়ের সানাই৷ আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে বসবে রাজকীয় বিয়ের আসর৷ চারহাত এক হবে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার। দিদি প্রিয়ঙ্কা চোপড়ার মতোই পরিণীতিরও ডেস্টিনেশন রাজস্থান৷ সেখানেই হবে বিগ ফ্যাট পাঞ্জাবী ওয়েডিং৷  মরুশহরেই গাঁটছড়া বাঁধবেন পরি৷

যদিও গত ১৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রাক-বিবাহের অনুষ্ঠান। ২১ তারিখ ছিল বিয়ে সুফি নাইট। তবে সে সেবই হয়েছে দিল্লিতে৷ শুক্রবার সকাল হতেই উদয়পুরের উদ্দেশে রওনা দেন চড্ডা ও চোপড়া পরিবার। ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছেও গিয়েছেন হবু বর-কনে। লাল জাম্পশুট ও চোখে রোদচশমায় পরিণীতি ছিল স্টানিং৷ অন্যদিকে, কালো টি-শার্ট আর নীল জিন্সে হ্যান্ডসাম হাঙ্ক রাঘব৷ এক গাল হাসি নিয়েই বিমানবন্দর থেকে বেরন আপ সাংসদ। বিয়েতে এলাহি আয়োজন করেছেন চাড্ডা ও চোপড়া পরিবার। সপ্তাহভর চলবে বিয়ের অনুষ্ঠান। রাজস্থানের দুটো রাজকীয় হোটল বুক হয়ে গিয়েছে৷ বিলাসবহুল ভাবেই থাকবেন সেখানে দুই পক্ষ৷ তবে বিমানে সাধারণ লোকেদের সঙ্গে ‘ইকোনমিক ক্লাসে’ চেপেই  রাজস্থান উড়ে গেলেন পরিনীতি-রাঘব। যা দেখে অনেকেই বেশ হতবাক৷ 

২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মধ্য দিয়েই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। তার পর আসোজন করা হয়েছে নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টি। ওই দিনই হবে পরিণীতির ‘চূড়া সেরিমনি’। ২৪ সেপ্টেম্বর সকালে রাঘবের ‘সেহরাবন্দি’ দিয়ে শুরু হবে বিয়ের অনুষ্ঠান।  রাঘব ও পরিণীতির বিয়ে উপলক্ষে সেজে উঠেছে মরুশহরের একাধিক বিলাসবহুল হোটেল। তার মধ্যে উল্লেখ জনক হল হোটেল লেক প্যালেস৷ কারণ ওই হোটেলে থাকছে বর পক্ষ৷ সেখান থেকেই নাকি জলপথে বরযাত্রী আসবে  তাজ লীলা প্যালেসে। বিয়ের আয়োজনে থাকছে চোখ ধাঁধানো চমক।

পরিণীতির চূড়া অনুষ্ঠান হবে সম্পূর্ণ কাচ দিয়ে বানানো সুইটে৷ আর এই সুইটের এক রাতের ভাড়া প্রায় ১০ লক্ষ টাকা। অতিথিদের জন্য লীলা প্যালেসে এহেন  ৮টি সুইট আর ৮০টি ঘর বুকিং করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা৷ মাছি গলবার উপায় নেই৷ এছাড়াও বিয়ে উপলক্ষে থাকহে ৫০টি লাক্সারি গাড়ি আর ১২০-এর বেশি লাক্সারি ট্যাক্সি৷ বিয়েতে নিমন্ত্রিতদের অধিকাংশই ২৩ সেপ্টেম্বর উদয়পুরে পৌঁছে যাবেন। বিয়েতে পঞ্চাবি মেনু তো থাকছেই৷ সঙ্গে ইটালিয়ান খাবারের বন্দোবস্ত করা হয়েছে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *