কলকাতা: নতুন সদস্য আসছে চক্রবর্তী পরিবারে৷ সে খবর ইতিমধ্যেই জানিয়েছেন রাজ-শুভশ্রী৷ আট মাসের অন্তঃসত্ত্বা নায়িকা৷ তা বলে কিন্তু বিশ্রামের নাম নেই৷ রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে৷ পাশাপাশি চলছে বিজ্ঞাপনের শুট৷ বাদ নেই শরীর চর্চাও। এবার শুভশ্রীর দেখা মিলল জিমে।
কিছুদিন আগে ছিমছাম ভাবেই ঘরোয়া সাধের অনুষ্ঠান হয়েছে অভিনেত্রীর। প্রথমবার যেমন শাড়ি, সোনার গয়নায় সেজে নিয়ম পালন করেছিলেন, এবার আর তেমনটা করেননি৷ চুড়িদার পরেই সাধ খেয়েছেন নায়িকা। তবে এবারও পাশে ছিলেন স্বামী রাজ। কিন্তু এ কী! আট মাসের অন্তঃসত্ত্বা নায়িকা কিনা শরীর চর্চা করছেন জিমে! তাঁর শরীর চর্চার ভিডিয়ো পোস্ট করতেই ভাইরাল৷
শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে দেখা যায় বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে জিমে ঘাম ধরাচ্ছেন তিনি। শরীর চর্চার একটি ভিডিয়ো কোলাজ বানিয়ে পোস্ট করেন শুভশ্রী। সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘কোনও অজুহাত নয়।’ একই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, আট মাসের প্রেগন্যান্ট, জীবনকে উপভোগ করছি, জীবন সুন্দর। তাঁকে অনুপ্রেরণা দেওয়ার জন্য জিমকেও ধন্যবাদ জানান।
অনেকেই এই পোস্ট দেখে তাঁর প্রশংসা করেছেন৷ অভিনেত্রী দর্শনা বণিকের কথায়, ‘অনুপ্রেরণা।’ সন্ধ্যাতারা ধারাবাহিকের আকাশনীল আবার লেখেন, ‘তুমি যে কতজনকে সাহস জোগাও, অনুপ্রেরণা দাও তার ঠিক নেই।’ তাঁর এক অনুরাগী আবার লিখেছেন, ‘‘অনেকের অনেক কথা শুনলাম, অনেকে অনেক ধরনের কমেন্টস করেছে। কিন্তু আমার মনে তোমাকে নিয়ে একটাই প্রশ্ন, তুমি এত সাহস পাও কোথা থেকে? বিশ্বাস কর শুভশ্রী তোমাকে দেখলে খুব ভালো লাগে।’’ তবে অনেকেরই আবার পরামর্শ, অ্যাডভান্স স্টেজে শরীর চর্চা না করাই ভালো। কারও কথায়, ‘বেশি শো অফ’৷ কেউ বললেন, ‘অতিরিক্ত মডার্ন লাইফস্টাইল, কেন এগুলো সন্তান আসার পর কি করা যাবে না?’’