৬০০ কোটির ক্লাব খুলল ‘জওয়ান’, দেশে তৈরি হল ইতিহাস

৬০০ কোটির ক্লাব খুলল ‘জওয়ান’, দেশে তৈরি হল ইতিহাস

মুম্বই: একটা সময় সলমন খান, আমির খান বা দক্ষিণী কোনও তারকার ফ্যানরা তাঁকে বা তাঁর ফ্যানদের কটাক্ষ করত ১০০ কোটি, ২০০ কোটি এবং ৩০০ কোটি ক্লাবের সিনেমা না বানাতে পারার জন্য। আজ সেই লোকটা দেশে তৈরি করল নতুন ইতিহাস। শাহরুখ খানের ‘জওয়ান’ ভারতের বক্স অফিসে ৬০০ কোটির ক্লাব খুলে দিল। বিশ্বের বক্স অফিসে এই ছবি এখন ১১০০ কোটির ঘরে ঢোকার অপেক্ষায়। 

বছরের শুরুতে ‘পাঠান’ হয়ে দেশের বক্স অফিসে ৪০০ এবং ৫০০ কোটির ক্লাব খুলেছিলেন বলিউড বাদশা। এবার ‘জওয়ান’ দিয়ে তিনি ৬০০ কোটি করলেন। একই সঙ্গে জানতে হবে, শাহরুখ খানের এই ছবিই একমাত্র ছবি যেটা শুধুমাত্র দেশের বক্স অফিসে ৭০০ কোটির ওপর গ্রস কালেকশন করেছে। ‘রেড চিলিজ’-এর তরফে এদিন জানানো হয়েছে, এই মুহূর্তে দেশে ‘জওয়ান’ শুধু হিন্দি ভাষায় ব্যবসা করেছে ৫৪৭.৭৯ কোটি টাকা এবং বাকি ভাষায় (তেলেগু, তামিল) ব্যবসা করেছে ৫৯.৪২ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে ৬০৭.২১ কোটি টাকা। 

অন্যদিকে বিশ্বের নিরিখে বর্তমানে এই ছবির ব্যবসা গিয়ে দাঁড়িয়েছে ১০৮২.৫২ কোটি, যা আগেই ‘পাঠান’কে টপকে গিয়েছে। এক কথায়, হিন্দি সিনেমার ইতিহাসে ‘জওয়ান’ হয়ে গিয়েছে সবথেকে বড় ছবি। কিছুদিন আগেই ‘জওয়ান’ ছবিকে ১০০০ কোটির ব্যবসার গণ্ডি পার করিয়ে অন্য ইতিহাস লিখেছেন বাদশা। একই বছরে পরপর তাঁর দুটি ছবি এই ব্যবসা করেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *