আট মাসের অন্ত্বঃসত্ত্বা, এ বছরের পুজোয় তাই একটু বেশিই সাবধানী শুভশ্রী

আট মাসের অন্ত্বঃসত্ত্বা, এ বছরের পুজোয় তাই একটু বেশিই সাবধানী শুভশ্রী

subhashree

কলকাতা: প্রতি বছর দুর্গাপুজো চুটিয়ে উপভোগ করেন শুভশ্রী৷ চার দিন চার রকমের সাজে জুটিতে ধরা দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মাঝে মধ্যেই পৌঁছে যান হালিশহরের বাড়িতে। গত বছর বর্ধমানের পুরনো পাড়াতে নিজের হাতে মাকে বরণও করেছিলেন তিনি৷ তবে এই বছর ছবিটা একটু ভিন্ন৷ তিনি আট মাসের অন্তঃসত্ত্বা৷ তাই একটু বেশিই সাবধানে থাকতে হচ্ছে নায়িকাকে। ইউভানের পর দ্বিতীয় বার মা হতে চলেছেন নায়িকা। ডিসেম্বরের শেষেই দ্বিতীয় বার মা হবেন শুভশ্রী। ফলে অনেকটাই সাবধানী তিনি। কলকাতায় রাজ-শুভশ্রী যে আবাসনে থাকেন, সেখানে ফি বছর মহা সমারোহেই দুর্গাপুজো হয়। সেই প্যান্ডেলেই দেখা মিলল রাজ এবং শুভশ্রীকে। সঙ্গে ছিল তাঁদের তিন বছরের ছেলে ইউভানও৷ এ বার আর বেশি ঘোরাঘুরি নয়। তাই একটু মনখারাপ নায়িকার।

ইনস্টাগ্রামের স্টোরি থেকেই মনখারাপের কথা জানতে পেরেছে তাঁর অনুরাগীরা। একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেছিলেন শুভশ্রী। সেখানে বহুতলের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে৷ নিজের মনেই ‘ক্যাপ’ ফাটিয়ে চলেছেন অভিনেত্রী। ওই ভিডিয়ো পোস্ট করেই অভিনেত্রী লিখলেন, ‘‘আমি যেমন পুজো চাই ঠিক তেমনটা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 1 =