goutam halder
কলকাতা: শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার। নাট্যদুনিয়াতেও তাঁর নামডাক যথেষ্ট। সেই খ্যাতনামা পরিচালকের মৃত্যুতে শোকাহত গোটা শিল্পীজগত। এদিকে পরিচালকের শেষকৃত্যে হাজির থাকতে শহরে আসছেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান বলে জানা গিয়েছে। আসলে তাঁর জীবনের প্রথম ছবির পরিচালক ছিলেন গৌতম।
এই বিশিষ্ট পরিচালকের ‘ভালো থেকো’ ছবিটিই ছিল বিদ্যার কেরিয়ারের প্রথম ছবি। তাই তাঁর মৃত্যু সংবাদ পেয়ে আর ঘরে বসে থাকতে পারেননি বিদ্যা। তড়িঘড়ি তিনি কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে। পুজোর সময়ে বিদ্যা শহরে এসেছিলেন। কিন্তু এবারে তাঁর আসার কারণ সম্পূর্ণ ভিন্ন। পরিচালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন আচমকা। দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৬৭ বছর।
তাঁর ‘ভালো থেকো’ ছবিটি ২০০৩ সালে মুক্তি পায়। ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও পেয়েছিল এই ছবি। সিনেমার পাশাপাশি নাট্যজগতেও দাপটের সঙ্গে কাজ করেছেন গৌতম। তিনি প্রায় ৮০টি নাটকের নির্দেশক ছিলেন। তাঁর প্রয়াণে টলিপাড়া এবং বাংলার নাট্যজগত শোকে বিহ্বল।