বারাণসীর ঘাটে গঙ্গা আরতি সানির, নায়িকার এক ঝলক পেতে উপচে পড়ল ভিড়

বারাণসীর ঘাটে গঙ্গা আরতি সানির, নায়িকার এক ঝলক পেতে উপচে পড়ল ভিড়

sunny leone

কলকাতা:  উষ্ণতা বাড়িয়ে বারাণসীর ঘাটে গঙ্গা আরতি অভিনেত্রী সানি লিওনের৷ বৃহস্পতিবার উত্তর প্রদেশের বারাণসীতে গঙ্গা আরতি করেন অভিনেত্রী৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

এ দিন গোলাপি রঙের সালোয়ার পরে গঙ্গাঘাটে এসেছিলেন সানি। গলায় গাদা ফুলের মালা। তাঁকে দেখতে গঙ্গাপাড়ে ভিড় জমান বহু মানুষ৷ ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, সানির পাশে দাঁড়িয়ে  রয়েছেন ঠাকুরমাশই৷ তিনি গঙ্গা আরতি করছেন৷ হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সামির সঙ্গে দেখা যায় অভিনেতা অভিষেক সিংকেও।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ‘থার্ড পার্টি’ গানের প্রোমোশন করতেই বারাণসীতে পা রেখেছেন সানিরা৷ এর পাশাপাশি তাঁরা পুজোও দেন৷ সম্পূর্ণ রীতি মেনেই চলে পুজোপাঠ৷ এর আগে কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছিলেন সানি৷ কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছিল অনুরাগ কাশ্য়প পরিচালিত ছবি ‘কেনেডি’। ওই ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছিলেন প্রাক্তন এই পর্নস্টার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 10 =