করাচি: এবার ভারতের বিরুদ্ধে পরিবেশ সন্ত্রাসের অভিযোগ আনতে চলেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘকে তারা জানাবে, ভারতীয় বিমানহানায় বহু পাইন গাছ নষ্ট হয়েছে।
গত মঙ্গলবার ভারতীয় যুদ্ধবিমান বালাকোটের জাব্বায় বোমাবর্ষণ করে। পাক কাশ্মীর থেকে ৪০ কিলোমিটার দূরে সেটি একটি পাহাড়ের জঙ্গল এলাকা। পাকিস্তানের পরিবেশমন্ত্রী মালিক আমিন জানান, এখন সেখানকার পরিবেশ নিয়ে সমীক্ষা চালানো হচ্ছে। তার ভিত্তিতেই নালিশ জানানো হবে রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে। প্রধানমন্ত্রী ইমরান খানও বলেছেন, ভারতের হামলা সুনামি প্রকল্পে লাগানো লাখ লাখ গাছ নষ্ট করেছে। রাষ্ট্রসংঘের সনদ অনুসারে অকারণে পরিবেশ নষ্ট করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।