নয়াদিল্লি: দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে মৃত্যু হল জঙ্গি প্রধান মাসুদ আজহারের৷ খবর সংবাদ সংস্থা সূত্রে৷ মৃত্যুর কারণ হিসাবে কিডনি বিকল হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জেরেও জঙ্গি প্রধানের মৃত্যু হয়ে থাকতে পারে বিভিন্ন সূত্রে খবর৷ দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিল মাসুদ৷ পাক সেনা হাসপাতালে চলছিল চিকিৎসা৷ তবে, মাসুদের মৃত্যুর খবর এখনও স্বীকার করেনি পাকিস্তান৷ ভারত সরকারের তরফেও কিছুই জানানো হয়নি৷
#आतंकवादी #MasoodAzhar कहां है और किस हाल में है, संबंध में अटकलें तब और तेज हो गईं, जब एक वायरल रिपोर्ट में कहा गया कि मसूद #भारतीयवायुसेना द्वारा #बालाकोट में आतंकी शिविर पर हमले में मारा गया है। हालांकि किसी आधिकारिक सूत्र ने इसकी पुष्टि नहीं की है।
Photo: IANS pic.twitter.com/nWr0oiOOjp
— IANS Tweets (@ians_india) March 3, 2019
কয়েক দিন ধরেই রাওয়ালপিণ্ডি সেনা হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় মাসুদ আজহারকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছিল। তার কিডনি বিকল হয়ে গিয়েছিল। ডায়ালিসিস চলছিল বলে খবর। এরপরই বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে মৃত্যু হয়েছে জইশ প্রধানের।
Unconfirmed reports coming out of Pakistan suggest doctors have given Masood Azhar barely 2-3 days more. On ventilator, critically wounded. pic.twitter.com/Mk0n8rBise
— GiniKhan (@ginikhan2) March 3, 2019
গুরুতর অসুস্থ অবস্থায় পাকিস্তানেই ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। ভারতের দাবিকে মান্যতা দিয়ে শুক্রবার একথা জানান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। পাক বিদেশমন্ত্রীর দাবি, ভারতের তরফে যদি আদালতে পেশ করার মতো কোনও অকাট্য প্রমাণ দেওয়া হয়, তবেই মাসুদ আজহারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে৷ কিন্তু, পাক সরকারের ব্যবস্থা নেওয়ার আগেই মৃত্যু ঘটল জঙ্গি প্রধানের৷
পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবাদের মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়াতে শুরু করে নয়াদিল্লি। জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার কয়েকদিনের মধ্যেই পুলওয়ামায় জয়েশ-যোগ সংক্রান্ত বেশ কিছু নির্দিষ্ট তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়। এমনকী, পাকিস্তানের মাটিতে চলতে থাকা জয়েশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি ও সেদেশের নিরাপদ আশ্রয়ে থাকা জঙ্গি নেতাদের সম্পর্কেও বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য ইসলামাবাদকে দেয় নয়াদিল্লি। মাসুদের ডেরাও ভেঙে দেয় ভারতীয় বাযুসেনা৷