শ্রীনগরে বাতিল ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ

কলকাতা: নিরাপত্তাজনিত কারণে উপত্যকা থেকে সরিয়ে দেওয়া হলো ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ। আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরের পরিবর্তে এই ম্যাচ আয়োজিত হবে দিল্লিতে। সোমবার ফেডারেশনের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ১০ ফেব্রুয়ারি কাশ্মীরেই হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু প্রবল তুষারপাতের জন্য সেসময় ম্যাচ বাতিল করে দেওয়া হয়। পরে ঠিক করা হয়

শ্রীনগরে বাতিল ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ

কলকাতা: নিরাপত্তাজনিত কারণে উপত্যকা থেকে সরিয়ে দেওয়া হলো ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ। আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরের পরিবর্তে এই ম্যাচ আয়োজিত হবে দিল্লিতে। সোমবার ফেডারেশনের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ১০ ফেব্রুয়ারি কাশ্মীরেই হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু প্রবল তুষারপাতের জন্য সেসময় ম্যাচ বাতিল করে দেওয়া হয়। পরে ঠিক করা হয় আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরেই আয়োজিত হবে ম্যাচটি।

কিন্তু এর মধ্যেই পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। প্রথমে শ্রীনগরে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানায় পাঞ্জাব এফ সি। সেই ম্যাচের ৩ পয়েন্ট দেওয়া হয় কাশ্মীরকে। এবার নিরাপত্তার কারণে খেলতে আপত্তি জানালো ইস্টবেঙ্গলও। সোমবার বৈঠকে বসেছিলেন ফেডারেশনের কর্তারা। ফেডারশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সভাপতিত্বে আই লিগ কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিয়েল কাশ্মীর এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তারাও।

জানা গিয়েছে, বৈঠকে রিয়েল কাশ্মীরের প্রতিনিধির কাছে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদে জানতে চান আই লিগ ও ফেডারশনের কর্তারা। তাছাড়া কাশ্মীরে এখন ১৪৪ ধারা চলছে। একসঙ্গে পাঁচজনের বেশি বেরনোরও অনুমতি নেই। এই পরিস্থিতিতে ম্যাচ কীভাবে সম্ভব, তাও জানতে চাওয়া হয়। শেষ পর্যন্ত কাশ্মীর থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। আগামী ২৮ ফেব্রুয়ারি ওই ম্যাচটি আয়োজিত হবে দিল্লিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =