ভারতকে ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ ফিফা’র, ২০২০ বিশ্বকাপের আসর বসবে দেশে

নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজনে সাফল্যের পুরস্কার পেল ভারত। ২০২০ সালে ভারতে আবার হতে চলেছে ফিফার ইভেন্ট। অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবল বিশ্বকাপের পর এবার অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসবে ভারতে। মিয়ামিতে ফিফা কাউন্সিল মিটিংয়ে এমনই জানিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সপ্তম অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের অধিকার জিতেছে ভারত। সেকারণে আয়োজক দেশ হিসাবে

795cf22223c6c71a9c33751b4ede241a

ভারতকে ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ ফিফা’র, ২০২০ বিশ্বকাপের আসর বসবে দেশে

নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজনে সাফল্যের পুরস্কার পেল ভারত। ২০২০ সালে ভারতে আবার হতে চলেছে ফিফার ইভেন্ট। অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবল বিশ্বকাপের পর এবার অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসবে ভারতে।  মিয়ামিতে ফিফা কাউন্সিল মিটিংয়ে এমনই জানিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সপ্তম অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের অধিকার জিতেছে ভারত। সেকারণে আয়োজক দেশ হিসাবে সরাসরি বিশ্বকপ খেলবে অনূর্ধ্ব ১৭ ভারতের মেয়েরা। সূচি পরে ঘোষণা করা হবে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সহযোগী সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনে সাফল্যের পর এআইএফএফ’র তরফে ফিফার কাছে বিশ্বকাপের ইভেন্ট আয়োজন করার ইচ্ছাপ্রকাশ করেছিল।

এমনকি অনূর্ধ্ব ২০ ছেলেদের বিশ্বকাপের জন্য বিড করেছিল ভারত। কিন্তু তা সফল হয়নি। শুক্রবার ইনফান্তিনোর আনুষ্ঠানিক স্বীকৃতির পর খুশির হাওয়া জাতীয় ফুটবল মহলে। আয়োজন করার অধিকার অর্জন করার পর এআইএফএফ’র টুইট, ‘খুশির সঙ্গে জানাচ্ছি ভারতকে ২০২০ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকার দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত ২০১৮ সালের মহিলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতের মেয়েরা। কারণ এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারে তৃতীয় স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া এবং ফিলিপিন্সের পরে। একই সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপে ৪৮ টিমের বিশ্বকাপ নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। কাতার সহ অন্যান্য দেশের সম্মতি পেলেই কাতারে ৪৮ দলের বিশ্বকাপ দেখা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *