ইসলামাবাদ: আদালতের রায়ে মিলেছে স্বস্তি। তোষাখানা কাণ্ডে গ্রেফতারি এড়িয়েছেন ইমরান খান। আর গ্রেফতারি এড়াতেই ভোট প্রচারে নেমে পড়লেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রচারে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই আক্রমণ শানালেন শাহবাজ শরিফ সরকারকে। রবিবার লাহোরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সুপ্রিমো ইমরান খান। ওই সভা থেকেই দেশের আর্থিক দূরবস্থা নিয়ে শাহবাজ শরিফ সরকারকে তুলোধনা করেন তিনি। তোপ দেগে ইমরান বলেন, ‘‘দেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ভারতের মিডিয়া পাকিস্তানকে নিয়ে উপহাস করছে।’’
আরও পড়ুন- টানা তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট পদে শি জিনপিং
সম্প্রতি ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল৷ তার উপর স্থগিতাদেশ জারি করে বালুচিস্তান হাইকোর্ট। সাময়িক স্বস্তি মিলতেই শাহবাজ সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে আসরে নেমে পড়েন তিনি। তাঁর দাবি, শাহবাজ সরকারের দুর্বল নীতির জেরেই ভারতের সংবাদমাধ্যমগুলি পাকিস্তানের দুরবস্থা নিয়ে মশকরা করার সুযোগ পাচ্ছে৷ পাকিস্তানের গায়ে মৃত রাষ্ট্রের তকমা লাগানো হচ্ছে৷ তাঁর কথায়, ‘‘পাকিস্তানকে ডুবতে দেখে উল্লাস করছে ভারতের সমবাদমাধ্যম। শুধু তাই নয়, গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেখানোর চেষ্টা করছে, দেখুন পাকিস্তানের কী হাল৷’’ ‘‘তাহলে কেন আমরা নিজেদের সুরক্ষার দিকে নজর দিয়েছিলাম? কেন সেনাবাহিনী গড়ে তুলেছিলাম? নিজেরা না খেয়ে কেন সেনাবাহিনীতে নিয়োগ করেছিলাম?’-প্রশ্ন তোলেন ইমরান৷ শাহবাজ সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে ইমরান ফের বলেন, ‘‘দেশে সবকিছুই ছিল, তবুও আইনের শাসন আনা যায়নি।’’
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান বলেন, “হিন্দুস্তানের টিভি চ্যানেলগুলি খুলে দেখুন, কী ভাবে পাকিস্তানকে নিয়ে মজা করা হচ্ছে। জোর গলায় ওরা ঘোষণা করে দিচ্ছে যে পাকিস্তানের অর্থনীতি একেবারে শেষ হয়ে গিয়েছে। এমনকি ভারতীয় নেতারা দাবি করছেন যে, পাকিস্তান আর দেশ চালাতে পারবে না, ভারতের সঙ্গে মিশে যাবে।”
ইমরানের আরও দাবি করেন, দেশ ভাগের পর পাকিস্তান গঠনের সময় থেকেই ভারতীয় নেতারা চেয়েছেন পাক ভূখণ্ড যেন ভারতের সঙ্গে মিশে যায়। কিন্তু, স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে পাকিস্তান৷ চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যেও সেনার জন্য বরাদ্দ কমায়নি ইসলামাবাদ। আমরা নিজেরা না খেয়ে সেনাকে শক্তিশালী করতে চেয়েছি, কারণ তারাই বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করবে।” সেই সঙ্গে শাহবাজ শরিফ সরকারকে কটাক্ষ করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, “দেশে আইনের শাসন থাকবে, এই উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছিল পাকিস্তান। সবকিছুই পেলেও, দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।”
গত নভেম্বর মাসে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন পিটিআই সুপ্রিমো। পায়ে গুলি লাগে তাঁর। এর পর থেকে এই প্রথম প্রকাশ্য জনসভা করলেন ইমরান। স্বভাবতই তাঁর এই সভা ঘিরে পিটিআই সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>