কড়া শাস্তির মুখে মোহন বাগান-সহ ৮ ক্লাব

কলকাতা: ভুবনেশ্বরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত সুপার কাপ এক ‘মহা প্রহসনে’ পরিণত হয়েছে। কোনও দিন খেলা হয়। আবার অনেকদিনই খেলা হয় না। গত রবিবার চেন্নাই সিটি এফসি ৩-১ গোলে আইএসএলের দল এফসি পুনে সিটি’কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আই লিগের পর সুপার কাপেও ঝলসে উঠেছেন পেড্রো মানজি। আবার সোমবার রাতে কলকাতার এটিকে শেষ ১৫

22c40b01fa45f2fe951b58e5f813b2d0

কড়া শাস্তির মুখে মোহন বাগান-সহ ৮ ক্লাব

কলকাতা: ভুবনেশ্বরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত সুপার কাপ এক ‘মহা প্রহসনে’ পরিণত হয়েছে। কোনও দিন খেলা হয়। আবার অনেকদিনই খেলা হয় না। গত রবিবার চেন্নাই সিটি এফসি ৩-১ গোলে আইএসএলের দল এফসি পুনে সিটি’কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আই লিগের পর সুপার কাপেও ঝলসে উঠেছেন পেড্রো মানজি।

আবার সোমবার রাতে কলকাতার এটিকে শেষ ১৫ মিনিট দুরন্ত ফুটবল খেলে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল কাশ্মীরকে। ভুবনেশ্বরে পরপর দু’দিন খেলা হলেও মঙ্গলবার আবার সুপার কাপের প্রি- কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি ও চার্চিল ব্রাদার্সের ম্যাচ হল না। মোহন বাগান, ইস্ট বেঙ্গলের সঙ্গে তাল মিলিয়ে চার্চিল ব্রাদার্স ভুবনেশ্বরে যায়নি। বুধবার ছিল নেরোকা এফ সি এবং নর্থ-ইস্ট ইউনাইটেডের ম্যাচ। মঙ্গলবার নেরোকা ম্যানেজার্স মিটিং বয়কট করায় সুপার কাপ এখন ‘সুপার তামাশায়’ পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *