ফিফার প্রথম ভারতীয় কাউন্সিল

নয়াদিল্লি : ফিফার প্রথম ভারতীয় কাউন্সিল সদস্য হলেন প্রফুল প্যাটেল। ৪৬টি ভোটের মধ্যে প্রফুল পেয়েছেন ৩৮টি। এআইএফএফের সভাপতি আটজন প্রতিদ্বন্দ্বীর একজন ছিলেন। কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে নির্বাচিত হন প্রফুল। তাঁর সঙ্গে আছেন এআইএফএফের সাধারণ সম্পাদক কুশল দাস ও সহ সভাপতি সুব্রত দত্ত। ফিফার কাউন্সিলে নির্বাচিত হওয়ায় খুশি ভারতীয় ফুটবল মহল। এই ভোটের আগে প্রার্থীদের

ফিফার প্রথম ভারতীয় কাউন্সিল

নয়াদিল্লি : ফিফার প্রথম ভারতীয় কাউন্সিল সদস্য হলেন প্রফুল প্যাটেল। ৪৬টি ভোটের মধ্যে প্রফুল পেয়েছেন ৩৮টি। এআইএফএফের সভাপতি আটজন প্রতিদ্বন্দ্বীর একজন ছিলেন। কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে নির্বাচিত হন প্রফুল। তাঁর সঙ্গে আছেন এআইএফএফের সাধারণ সম্পাদক কুশল দাস ও সহ সভাপতি সুব্রত দত্ত। ফিফার কাউন্সিলে নির্বাচিত হওয়ায় খুশি ভারতীয় ফুটবল মহল।

এই ভোটের আগে প্রার্থীদের যোগ্যতা খতিয়ে দেখেছে এএফসি নির্বাচন কমিটি ও ফিফার রিভিউ কমিটি। কাউন্সিলের পাঁচটি আসনের জন্য লড়েছিলেন কাতার, সৌদি আরব, ফিলিপিনস, ইরান, চিন, কোরিয়া, জাপানের প্রার্থীরা। এর আগে শেখ সালমন বিন ইব্রাহিম এল খলিফা এশিয়ান ফুটবল কাউন্সিলের সভাপতি মনোনীত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 2 =