আমস্টারডাম: চ্যাম্পিয়ন্স লিগ কেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পছন্দ তা আবার প্রমাণিত৷ আয়াক্স আক্রমণের মাঝে হঠাৎই রোনাল্ডো ‘ঝড়’। জোয়াও কান্সেলোর ভাসানো বলে শূন্যে উড়ে হেডে দুরন্ত গোল জুভেন্টাস তারকার। উড়ন্ত বাজপাখিত মতোই। ইউরোপের মঞ্চে ১২৫ নম্বর গোল। লিওনেল মেসির থেকে ১৭ গোলে এগিয়ে তিনি।
প্রথমার্ধের ৪৪ মিনিটে তাঁর গোলই ম্যাচে ১-০ এগিয়ে দেয় জুভেন্টাসকে। আয়াক্স সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ২২ বছরের ব্রাজিলীয় স্ট্রাইকার ডেভিড নেরেসের অসাধারণ বাঁক খাওয়ানো শট জুভেন্টাস গোলকিপার সেজনির পরিধির বাইরে ছিল। ৪৬ মিনিটেই ১-১ করে ডাচ দলটি।
দ্বিতীয়ার্ধে আয়াক্সের আক্রমণ সামাল দেয় জুভেন্টাসের অভিজ্ঞ রক্ষণ। ডগলাস কোস্তার একক প্রয়াস ম্যাচের অন্তিম লগ্নে আয়াক্স পোস্টে লেগে প্রতিহত হয়। এছাড়া তেমন সুবিধা করতে পারেনি ইতালির সেরা দল। ম্যাচ শেষে কোচ অ্যালেগ্রি জানান, ‘জয়ের জন্য জুভেন্টাসের এই পারফরম্যান্স যথেষ্ট নয়। তবু বলব রোনাল্ডো এদের মধ্যে উজ্জ্বল। যেভাবে খেলছে তা প্রশংসনীয়।’ আবার প্রতিপক্ষের মিডিও দি জংয়ের প্রশংসা করেছেন জুভে কোচ।