বাগান পেল স্প্যানিশ কোচ, শঙ্করলালের অবস্থা হবে না তো?

কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানের নতুন কোচের নাম অবশেষে ঘোষণা হল। দীর্ঘ তালিকা কাটাছেঁড়া করে শেষপর্যন্ত স্প্যানিশ কিবু ভিকুনাকেই বেছে নিলেন বাগান কর্তারা। করিম বেঞ্চেরিফা, অ্যাশলে ওয়েস্টউড সহ অনেকগুলি নাম ঘোরাফেরা করছিল মোহনবাগানের অন্দরমহলে। কিন্তু পড়শি ক্লাবের মতো তারাও স্পেনীয় কোচের ওপর ভরসা রাখলেন। ৪৭ বছরের ভিকুনা উয়েফার প্রো-লাইসেন্সধারী। তিনি ক্লাব কোচিংয়েও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন,

cc9e24ffe48ea64929a8f118a32f397c

বাগান পেল স্প্যানিশ কোচ, শঙ্করলালের অবস্থা হবে না তো?

কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানের নতুন কোচের নাম অবশেষে ঘোষণা হল। দীর্ঘ তালিকা কাটাছেঁড়া করে শেষপর্যন্ত স্প্যানিশ কিবু ভিকুনাকেই বেছে নিলেন বাগান কর্তারা। করিম বেঞ্চেরিফা, অ্যাশলে ওয়েস্টউড সহ অনেকগুলি নাম ঘোরাফেরা করছিল মোহনবাগানের অন্দরমহলে।

কিন্তু পড়শি ক্লাবের মতো তারাও স্পেনীয় কোচের ওপর ভরসা রাখলেন। ৪৭ বছরের ভিকুনা উয়েফার প্রো-লাইসেন্সধারী। তিনি ক্লাব কোচিংয়েও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, স্পেন ও পোলান্ডের বিভিন্ন ক্লাবে কাজ করেছেন ভিকুনা। তিনি মোহনবাগানের দায়িত্ব পাওয়ার পর আগামি মরসুমে দুই স্পেনীয় কোচের লড়াই দেখবেন কলকাতার ফুটবলপ্রেমীরা। কারণ ইস্টবেঙ্গলের বর্তমান কোচ আলেসান্দ্র গার্সিয়া এবছরও দায়িত্বে থাকছেন। সমর্থকদের প্রশ্ন, নতুন কোচ নিয়ে মাতামাতি হলেও কিবু ভিকুনার অবস্থা শঙ্করলালের মতো হবে না তো? কেননা, ম্যাচ হারলেই কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা বাগানের ঐতিহ্যের মধ্যেই পড়ে!

সমর্থকদের দাবি, ভাল ফলাফল করেও শেষপর্যন্ত শঙ্করকে বাগান ছাড়তে বাধ্য করা হয়েছিল৷ তাঁর হাত ধরেই ঘরোয়া লিগে কেটেছিল ট্রফির খরা। তাঁকে নিয়েই নতুন করে আই লিগের স্বপ্ন দেখা শুরু করেছিলেন বাগান সমর্থকরা। কিন্তু আই লিগে তাঁর কোচিংয়ে দলের পারফরম্যান্স শোচনীয়। ঘরের মাঠে মাত্র একটা জয় পেয়েছেন। ডার্বিতেও হারতে হয়েছে। আর তাই রিয়েল কাশ্মীরের কাছে হারের পরেই বাগান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করলেন শঙ্করলাল চক্রবর্তী৷ গোটা ঘটনার পিছনে বাগানকর্তাদের ঔদ্ধত্য ছিল বলেই মনে করেন সমর্থকদের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *