কলকাতা: রাজ্য সরকার পরিচালিত সমস্ত বইমেলায় মুখ্যমন্ত্রীর ছবি এবং বিশ্ববাংলা লোগো রাখতে হবে। মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া অন্য কারও ছবি থাকবে না। এমনটাই নির্দেশ দিল রাজ্যের গ্রন্থাগার দপ্তর। পাশাপাশি বইমেলার ১০ শতাংশ স্টল সংখ্যালঘু, দলিত সম্প্রদায়, আদিবাসী ও উর্দু ভাষিদের জন্য রাখার নির্দেশও দেওয়া হয়েছে। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চোধুরী আরও জানিয়েছেন, আগে বই বাছাই হত কলকাতায় বসে। কিন্তু এবার তা জেলায় হবে। জেলায় জেলায় যে ভালো লেখকরা আছেন তাদেরও বইও মেলায় থাকবে। সমস্ত জেলার প্রতিভাবান লেখক, লেখিকাদের সুযোগ করে দিয়ে সাড়া রাজ্যের সাংস্কৃতিক পরিবেশের সমৃদ্ধি ঘটানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের বইমেলায় মুখ্যমন্ত্রীর ছবি ও বিশ্ববাংলা লোগো রাখা বাধ্যতামূলক করল গ্রন্থাগার দপ্তর
কলকাতা: রাজ্য সরকার পরিচালিত সমস্ত বইমেলায় মুখ্যমন্ত্রীর ছবি এবং বিশ্ববাংলা লোগো রাখতে হবে। মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া অন্য কারও ছবি থাকবে না। এমনটাই নির্দেশ দিল রাজ্যের গ্রন্থাগার দপ্তর। পাশাপাশি বইমেলার ১০ শতাংশ স্টল সংখ্যালঘু, দলিত সম্প্রদায়, আদিবাসী ও উর্দু ভাষিদের জন্য রাখার নির্দেশও দেওয়া হয়েছে। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চোধুরী আরও জানিয়েছেন, আগে বই বাছাই হত কলকাতায়