২ কোটি টাকা খরচে হঠাৎ কেন শ্রীখোল, করতাল বিলি করলেন অনুব্রত?

বোলপুর: লোকসভা ভোটের আগে যুযুধান তৃণমূল-বিজেপি দুই শিবির। একদিকে, বিপন্ন গণতন্ত্র রক্ষার দাবিতে বিজেপির রথযাত্রা। অন্যদিকে, নিজেদের উন্নয়নের প্রচার ও বিজেপি বিরোধিতায় তৃণমূলের কীর্তন মিছিল। আগামী ১৪ডিসেম্বর কীর্তনর মাধ্যমে বিজেপির আগে মানুষের কাছে পৌঁছে যাবে তৃণমূল। বুধবার ডাকবাংলো মাঠে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সেখানেই বীরভূমের ১৯টি ব্লকের ৪ হাজার শিল্পীকে

২ কোটি টাকা খরচে হঠাৎ কেন শ্রীখোল, করতাল বিলি করলেন অনুব্রত?

বোলপুর: লোকসভা ভোটের আগে যুযুধান তৃণমূল-বিজেপি দুই শিবির। একদিকে, বিপন্ন গণতন্ত্র রক্ষার দাবিতে বিজেপির রথযাত্রা। অন্যদিকে, নিজেদের উন্নয়নের প্রচার ও বিজেপি বিরোধিতায় তৃণমূলের কীর্তন মিছিল। আগামী ১৪ডিসেম্বর কীর্তনর মাধ্যমে বিজেপির আগে মানুষের কাছে পৌঁছে যাবে তৃণমূল। বুধবার ডাকবাংলো মাঠে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সেখানেই বীরভূমের ১৯টি ব্লকের ৪ হাজার শিল্পীকে শ্রীখোল, করতাল বিলি করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বহরমপুর ও নবদ্বীপ থেকে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বাদ্যযন্ত্র আনা হয়। ১৪ তারিখ রামপুরহাট থেকে বিজেপির একটি রথের উদ্বোধন করবেন অমিত শাহ। ওইদিনই জেলার ১৯টি ব্লকে শ্রীখোল-করতাল নিয়ে উন্নয়নের কীর্তনের ডাক দিয়েছে তৃণমূল। লোকসভা ভোটকে সামনে রেখে রথযাত্রার সঙ্গে-সঙ্গেই কীর্তনের মধ্যে দিয়ে তৃণমূলের ভোট প্রচার শুরু হল বলেই মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =