বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বরাদ্দ নিয়ে বড় ঘোষণা শিক্ষা দপ্তরের

কলকাতা: প্রাথমিক পড়ুয়াদের মধ্যে খেলাধুলার মান বৃদ্ধির লক্ষ্যে খেলার সামগ্রী কিনতে ৪০ শতাংশ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক সংসদের অধীনে থাকা স্কুলগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকে খেলার ক্ষাকে বরাদ্দা বাড়ানোর দাবি জানিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও শিক্ষামন্ত্রীর দপ্তরে সংক্রান্ত এক ডেপুটেশন জমা দেয় বঙ্গীয় প্রাথমিক

বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বরাদ্দ নিয়ে বড় ঘোষণা শিক্ষা দপ্তরের

কলকাতা: প্রাথমিক পড়ুয়াদের মধ্যে খেলাধুলার মান বৃদ্ধির লক্ষ্যে খেলার সামগ্রী কিনতে ৪০ শতাংশ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক সংসদের অধীনে থাকা স্কুলগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকে খেলার ক্ষাকে বরাদ্দা বাড়ানোর দাবি জানিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও শিক্ষামন্ত্রীর দপ্তরে সংক্রান্ত এক ডেপুটেশন জমা দেয় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। তাতে শিক্ষাবর্ষের শুরুতে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার পাশাপাশি সরকারকে প্রতিযোগিতার সমস্ত খরচ বহন করার দাবি জানানো হয়। সরকারি বরাদ্দের পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে শিক্ষকদের থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, শিক্ষকদের থেকে চাঁদা নেওয়া যাবে না। শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা জারি হওয়ার দিনই চাঁদাকে কেন্দ্র করে বারাসতের কয়েকটি স্কুল সরগরম হয়ে ওঠে। শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কে বারাসত সার্কেলের একাধিক প্রাথমিক বিদ্যালয়ের গেটে অসম্মানজনক পোস্টার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তাঁদের অভিযোগ, বিগত বছরে সার্কেলস্তরে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার জন্য বারাসত চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ‘চাঁদা’ দিয়ে সাহায্য করেছিলেন। এই বিষয়টি বাধ্যতামূলক নয়। তাই এবার অনেকেই দেননি। সেই কারণেই কেউ বা কারা বিদ্যালয়ের গেটে শিক্ষক-শিক্ষিকাদের নাম উল্লেখ করে অসম্মানজনক পোস্টার দিয়েছে। ওই শিক্ষক-শিক্ষিকারা বিষয়টি শিক্ষাদপ্তর সহ সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ দায়ের করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =