শিক্ষকদের বিরুদ্ধে এবার ‘হুইপ’ জারি শাসকদের!

কলকাতা: শাসকদলের ‘উন্নয়ন যাত্রা’য় অংশ নিতে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ‘হুইপ’ জারি করার অভিযোগ৷ মিছিলে না সামিল না হলে শিক্ষাসেলের তরফে হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্রাথমিক শিক্ষকদের একাংশের৷ প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, সম্প্রতি বাঁকুড়ার পাত্রসায়ের ও পাত্রসায়ের পশ্চিম, এই দু’টি সার্কেল শিক্ষকদের বিরুদ্ধে ‘হুইপ’ জারি করে দুপুরে বিডিও অফিসের সামনে ডেকে

শিক্ষকদের বিরুদ্ধে এবার ‘হুইপ’ জারি শাসকদের!

কলকাতা: শাসকদলের ‘উন্নয়ন যাত্রা’য় অংশ নিতে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ‘হুইপ’ জারি করার অভিযোগ৷ মিছিলে না সামিল না হলে শিক্ষাসেলের তরফে হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্রাথমিক শিক্ষকদের একাংশের৷

প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, সম্প্রতি বাঁকুড়ার পাত্রসায়ের ও পাত্রসায়ের পশ্চিম, এই দু’টি সার্কেল শিক্ষকদের বিরুদ্ধে ‘হুইপ’ জারি করে দুপুরে বিডিও অফিসের সামনে ডেকে পাঠানো হয়৷ সেখান থেকে তাঁদের বাইক র্যাালিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ৷ অন্তত ১৩ কিমি দূরে রসুলপুর বাজারে ‘উন্নয়ন যাত্রা’য় উপস্থিত হতে বাধ্য করা হয় প্রাথমিক শিক্ষকদের একাংশকে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ওই দুই সার্কেলে খুব কম উস্থির সদস্য রয়েছেন৷ অভিযোগ, র্যা লিতে অংশ নেওয়ার জন্য আপত্তি জানানো হলে শিক্ষকদের একাংশকে ‘অপমান’ করা হয় বলে অভিযোগ৷ গোটা ঘটনার পেছনে শিক্ষাসেনার জনৈক নেতা অনীক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ যদিও এবিষয়ে শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কেন শিক্ষকদের বিরুদ্ধে ‘হুইপ’ জারি করা হয়েছিল, তা জানা সম্ভব হয়নি৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =