জলপাইগুড়ি: ভিডিও গেম খেলার আশক্তিতে শেষ পর্যন্ত চুরি করার পথ বেছে নিল পাঁচ নাবালক। বৃহষ্পতিবার জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকার বাসিন্দা বীণা সান্যাল বাড়িতে ছিলেন না। সেদিন সন্ধ্যে বেলায় বাড়িতে ঢুকে দেখেন বাড়ির দরজার একদিক ভাঙা, ঘরের ভেতর সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে রাখা, নেই ড্রয়ারে রাখা ৭ হাজার টাকা, সেই সঙ্গে উধাও বাড়ির কল। সঙ্গে সঙ্গে কোতয়ালি থানায় খবর দেন বীনা দেবী। পুলিশ চুরির ধরন দেখে বুঝতে পারে যে এ কোনও পাকা চোরের কাজ নয়। তারপর তল্লাশি অভিযান চালাতে পুলিশের জালে ধরা পরে ৫ জন নাবালক। পুলিশকে দেখে তারা প্রত্যেকেই অপরাধের কথা কবুল করে নেয় এবং জানায় ভিডিও পার্লারে ভিডিও গেম খেলার জন্যই তারা টাকা চুরি করেছে। চুরি হওয়া ৭হাজার টাকার মধ্যে ৪হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। এছাড়াও পুলিশ বলে যে এরা প্রত্যেকেই গরীব ঘরের ছেলে। স্কুলের খাতায় নাম থাকলেও স্কুলমুখো হয়না কেউই। ভিডিও গেম থেকেই তাঁদের মনে অপরাধ জন্মেছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। এদিন এদের সকলের মা-বাবাকে ডেকে সন্তানের প্রতি নজর দিতে বলে এবং স্কুলে পাঠানোর জন্য নির্দেশ দিয়ে ৫জনকেই ছেড়ে দেয় পুলিশ।
ভিডিও গেম খেলার নেশায় চুরি একদল নাবালকের
জলপাইগুড়ি: ভিডিও গেম খেলার আশক্তিতে শেষ পর্যন্ত চুরি করার পথ বেছে নিল পাঁচ নাবালক। বৃহষ্পতিবার জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকার বাসিন্দা বীণা সান্যাল বাড়িতে ছিলেন না। সেদিন সন্ধ্যে বেলায় বাড়িতে ঢুকে দেখেন বাড়ির দরজার একদিক ভাঙা, ঘরের ভেতর সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে রাখা, নেই ড্রয়ারে রাখা ৭ হাজার টাকা, সেই সঙ্গে উধাও বাড়ির কল। সঙ্গে সঙ্গে