ভাঙড়ের পর এবার পশ্চিম মেদিনীপুরের বুড়ামারা। ফের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে সামিল হলেন এলাকাবাসী। শুক্রবার সকালে বুড়ামারায় পাওয়ার গ্রিড প্রকল্পের মাঠে আন্দোলন শুরু করেন স্থানীয়রা। সেখানেই আন্দোলনকারীদের হটাতে পুলিস লাঠি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ২ বহিরাগতকে আটক করে পুলিস। ধৃতেরা বাঁকুড়ার সারেঙ্গা ও রায়পুরের বাসিন্দা। পুলিস সূত্রে খবর, তাঁরা একটি আদিবাসী সংগঠনের সদস্য। এদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রামে কোনও অপরিচিত মানুষ দেখলেই তাঁদেরকে আটক করছে পুলিস। যদিও গ্রামবাসীদের দাবি, কোনও অবস্থাতেই পাওয়ার গ্রিড হতে দেবেন না তাঁরা। প্রয়োজনে আরও বড় আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত ভাঙড়
ভাঙড়ের পর এবার পশ্চিম মেদিনীপুরের বুড়ামারা। ফের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে সামিল হলেন এলাকাবাসী। শুক্রবার সকালে বুড়ামারায় পাওয়ার গ্রিড প্রকল্পের মাঠে আন্দোলন শুরু করেন স্থানীয়রা। সেখানেই আন্দোলনকারীদের হটাতে পুলিস লাঠি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ২ বহিরাগতকে আটক করে পুলিস। ধৃতেরা বাঁকুড়ার সারেঙ্গা ও রায়পুরের বাসিন্দা। পুলিস সূত্রে খবর, তাঁরা একটি আদিবাসী সংগঠনের সদস্য। এদিকে,