কলকাতা: কলকাতা সহ রাজ্যে জাঁকিয়ে বসতে চলেছে শীত। শুক্রবার পারদ বেশ কিছুটা নামবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকে পড়ার কারণেই আকাশ মেঘাচ্ছন্ন এবং তারজন্যই তাপমাত্রার হেরফের হচ্ছে। আগামী তিনদিন তাপমাত্রা হ্রাস পাবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়তে চলেছে শীত। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে শুরু করেছে। তাই আর কিছুদিনের মধ্যেই দার্জিলিংয়ের মতো হাড় কাঁপানো শীত অনুভূত হবে উত্তরবঙ্গেও।
রাজ্যে কবে জাঁকিয়ে বসতে চলেছে শীত? জানেন
কলকাতা: কলকাতা সহ রাজ্যে জাঁকিয়ে বসতে চলেছে শীত। শুক্রবার পারদ বেশ কিছুটা নামবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকে পড়ার কারণেই আকাশ মেঘাচ্ছন্ন এবং তারজন্যই তাপমাত্রার হেরফের হচ্ছে। আগামী তিনদিন তাপমাত্রা হ্রাস পাবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়তে চলেছে শীত। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা না