কলকাতা: সিবিসিএস-এর কাঠামোয় কিছু পরিবর্তন আনা যায় কি না, তা আধিকারিকদের দেখতে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিকাশ ভবনে স্কুল এবং উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানেই তিনি বলেন, হাজিরার জন্য এত পড়ুয়া পরীক্ষা দিতে পারছে না। তাদের একটি সেমেস্টার বাদ দিয়ে তার পরের সেমেস্টারে এই পরীক্ষাগুলি দিতে হবে। কিন্তু এতে তো বহু কলেজে ছাত্রছাত্রীদের ভিড় বেড়ে যাবে। হেরম্বচন্দ্র, শিবনাথ শাস্ত্রী কলেজের প্রসঙ্গও উঠে আসে। বলা হয়, এ ধরনের বেশ কিছু কলেজে পড়ুয়াদের চাপ সামলাতে কর্তৃপক্ষের নাভিশ্বাস উঠতে বাধ্য। পরবর্তী সময়ে অন্য কলেজ থেকেও এগুলিতে ছাত্রছাত্রীরা ভর্তি হয়। সেক্ষেত্রে আরও সমস্যা বাড়বে। আধিকারিকদের তিনি বলেন, বিজোড় সেমেস্টারের বিষয়গুলির পরীক্ষা শুধুমাত্র পরের বিজোড় সেমেস্টারেই কেন দেওয়া যাবে? পরের জোড় সেমেস্টারে পাশ করার সুযোগ থাকলে এই চাপ অনেক কমে। তিনি তাঁর এমবিএ-র পড়ার অভিজ্ঞতা থেকে বলেন, তখন তো এমন ছিল না। যদিও, ওয়াকিবহাল মহলের মতে, ইউজিসি’র তৈরি করা নিয়মে রাজ্যের বেশি কিছু করার নেই।
কাঠামোয় পরিবর্তন আনার পরামর্শ শিক্ষামন্ত্রীর
কলকাতা: সিবিসিএস-এর কাঠামোয় কিছু পরিবর্তন আনা যায় কি না, তা আধিকারিকদের দেখতে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিকাশ ভবনে স্কুল এবং উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানেই তিনি বলেন, হাজিরার জন্য এত পড়ুয়া পরীক্ষা দিতে পারছে না। তাদের একটি সেমেস্টার বাদ দিয়ে তার পরের সেমেস্টারে এই পরীক্ষাগুলি দিতে হবে। কিন্তু