কলকাতা: আকালের বাজারেও রেকর্ড চাকরির অফার এল খড়্গপুর আইআইটি’তে। ১ ডিসেম্বর শুরু হয়েছে ক্যাম্পাসিং। তাতে ৭ তারিখের মধ্যে ১০১২ জন ছাত্র-ছাত্রী আগাম চাকরির প্রস্তাব পেলেন। দেশ-বিদেশের নানা কোম্পানি থেকে অফার এসেছে। দেশের সব আইআইটি’তেই এই সময় চলছে প্লেসমেন্ট সেশন। সেখানে সবাইকে টেক্কা দিল খড়্গপুর। মাত্র ছয় দিনে এই সংখ্যার চাকরি প্রাপ্তিতে রীতি মতো উৎসাহিত সেখানকার অধ্যাপকরা। জানা গিয়েছে, নিজেদের সংস্থার জন্য যোগ্য প্রার্থীর সন্ধানে খড়্গপুরের এসেছিলেন ১১২টি কোম্পানির কর্ণধাররা। খড়্গপুর আইআইটি’র কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার-এর চেয়ারম্যান জি পি রাজাশেখর জানালেন, খড়্গপুর আইআইটি’র এটি সর্বকালীন রেকর্ড। যে ১১২টি কোম্পানি ছাত্র-ছাত্রীদের চাকরির প্রস্তাব দিয়েছে, তাদের ৪০ শতাংশ আইটি এবং আইটিইএস কোম্পানি। বাকিদের ২০ শতাংশ সমীক্ষা সংস্থা, ১৫ শতাংশ ই কর্মাস আর ১০ শতাংশ ফিনান্স কোম্পানি। আর ১৫ শতাংশের মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পাওয়ার রিসার্চ অর্গানাইজেশন এবং অটো মোবাইল সেক্টর।
আকালের বাজারেও রেকর্ড চাকরি খড়্গপুর আইআইটি’তে
কলকাতা: আকালের বাজারেও রেকর্ড চাকরির অফার এল খড়্গপুর আইআইটি’তে। ১ ডিসেম্বর শুরু হয়েছে ক্যাম্পাসিং। তাতে ৭ তারিখের মধ্যে ১০১২ জন ছাত্র-ছাত্রী আগাম চাকরির প্রস্তাব পেলেন। দেশ-বিদেশের নানা কোম্পানি থেকে অফার এসেছে। দেশের সব আইআইটি’তেই এই সময় চলছে প্লেসমেন্ট সেশন। সেখানে সবাইকে টেক্কা দিল খড়্গপুর। মাত্র ছয় দিনে এই সংখ্যার চাকরি প্রাপ্তিতে রীতি মতো উৎসাহিত সেখানকার