২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা করতে আসার কথা প্রধানমন্ত্রীর। প্রথম চমক- সেদিনই রাম মন্দিরের উদ্বোধন হবে পাণ্ডবেশ্বরে। দ্বিতীয় চমক- উদ্বোধন করবে তৃণমূল কংগ্রেস। রাম রাজনীতি আজ বড়ই প্রাসঙ্গিক। রামের শরণে একটি রাজনৈতিক দল তাদের ডালপালা বিস্তার করতে চাইছে। কিন্তু দেশে রামভক্তের তালিকা দীর্ঘ হচ্ছে এবার। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সাজো সাজো রব। এর মধ্যেই শনিবার, লাউদোহার ঝাঁকড়া কোলিয়ারিতে আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সূর্য মন্দিরের শিলান্যাস করে নতুন বিতর্ক উসকে দিলেন। যতই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হনুমানকে দলিত বলুন, তাঁর নিজের দলের লোক রামমন্দির নির্মাণ না হলে সরকার ফেলে দেওয়ার হুমকি দিক, বিরোধী দলের সভাপতি তেত্রিশ কোটি দেবদেবীর মন্দির দর্শনই করুন, প্রধানমন্ত্রীর মন কি বাতে এখনই সে সম্ভাবনা নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে, এরাজ্যে যে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তারা, বারবারে তার প্রমাণ দেওয়ার চেষ্ট করে গিয়েছে বিজেপি। এর মধ্যেই লাউদোহার ঝাঁকড়া কোলিয়ারিতে সূর্য মন্দিরের শিলান্যাস করেছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এর উপর রাম মন্দিরের উদ্বোধন হবে পাণ্ডবেশ্বরে। এই দেখে, স্থানীয় তৃণমূল কর্মী, সমর্থকরা বলছেন উত্তরপ্রদেশ যা পারেনি বাংলা তা করে দেখাচ্ছে। কিন্তু এত জন কল্যাণমূলক প্রকল্পের পরিকল্পনার পরেই কেন রামমন্দির সূর্য মন্দিরের স্থাপন? ভোটের আগে তবে কি সব রাজনীতিকই বাল্মিকী?
ভোটের আগে কি সব রাজনীতিকই বাল্মিকী?
২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা করতে আসার কথা প্রধানমন্ত্রীর। প্রথম চমক- সেদিনই রাম মন্দিরের উদ্বোধন হবে পাণ্ডবেশ্বরে। দ্বিতীয় চমক- উদ্বোধন করবে তৃণমূল কংগ্রেস। রাম রাজনীতি আজ বড়ই প্রাসঙ্গিক। রামের শরণে একটি রাজনৈতিক দল তাদের ডালপালা বিস্তার করতে চাইছে। কিন্তু দেশে রামভক্তের তালিকা দীর্ঘ হচ্ছে এবার। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা করতে আসার কথা