রায়গঞ্জ: পিকনিক করে ফেরার পথে বাস দুর্ঘটনায় জখম স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা। জানা গিয়েছে, মালদার গৌড় থেকে পিকনিক থেকে ফিরছিল ওই বাসটি। এটি রায়গঞ্জ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলের বাস। রবিবার সন্ধ্যায় ইটাহার থানার কুকুরাগণ্ডা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসীরাই রক্তাক্ত ও জখম অবস্থায় ওই বেসরকারি স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। তাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওই স্কুলের প্রিন্সিপাল জনি ইমানুয়েল বলেন, এদিন সকালে স্কুলের ৫০ জন পড়ুয়া ও কিছু শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গৌড়ে পিকনিক করতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে পেছন দিক থেকে একটি লরি এসে বাসের পেছনে ধাক্কা মারে। সাত জন পড়ুয়া ও একজন অভিভাবক রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি রয়েছেন। ঘটনার খবর পেয়ে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত স্কুল বাসটিকে উদ্ধার করে ইটাহার থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে লরিটিকে।