কলকাতা: মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে কড়া পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদের৷ এবার থেকে আর প্রধানশিক্ষকের ঘরে বের করা যাবে না মাধ্যমিকের প্রশ্নপত্র৷ পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে খোলা হবে প্রশ্নপত্র৷ সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাধ্যমিক পরীক্ষার আগে সাংবাদিক বৈঠকে বোর্ড সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, এবার মাধ্যমিকে প্রশ্নপত্রের প্যাকেটে এমন ব্যবস্থা থাকবে যে, কেউ সময়ের আগে প্যাকেট খুলে ফেললেই তা জেনে যাবে পর্ষদ। মাধ্যমিকের প্রশ্নপত্রের প্যাকেটের গায়ে থাকবে চিপ। কেউ সময়ের আগে প্যাকেট খুলে ফেললে সঙ্গে সঙ্গে পর্ষদের কাছে মেসেজ যাবে। পর্ষদ জানতে পেরে যাবে যে, কোথায় প্যাকেট খোলা হয়েছে। কিন্তু, পর্ষদের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও ময়নাগুড়ি হাই স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রকাশ্যে আসে৷ সোশ্যাল মিডিয়ায় ছড়য়ে পড়ে প্রশ্নপত্র৷ মূলত, গতবারের থেকে শিক্ষা নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি পর্ষদের৷