ফের ভুয়ো পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে শিকার এক বেসরকারি সংস্থার কর্মী। ঠিক একদিন আগে রাজ্যের দুপ্রান্তে ফের ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে এটিএম কার্ডের পিন নম্বর হাতিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের একই অভিযোগ সামনে এল। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের কর্মী পরিচয়ে সন্তোষ শর্মা নামের এক ব্যক্তির ফোন আসে বেসরকারি সংস্থার কর্মী সুমন রায়চৌধুরীর কাছে। ফোনে এটিএম কার্ডের নম্বর চান সন্তোষ। কার্ডের শেষ ৬ ডিজিট বলার পরেই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার মেসেজ আসে সুমনের কাছে। অভিযোগ, তিন ধাপে মোট ৪০ হাজার টাকা তোলা হয়। ব্যাঙ্কে বিষয়টি জানানো হলে কার্ডটি ব্লক করে দেওয়া হয়। অভিযোগ, তারপরের দিনও ফের টাকা তুলে নেওয়া হয়। এরপর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিসের সাইবার শাখা ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন সুমন রায়চৌধুরী। কোনও ব্যাঙ্ক থেকেই ফোন মারফৎ অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয় না। সেটাই নিয়মের আওতায় পড়ে। বারবার সচেতনতার পরেও হুঁশ ফিরছে না গ্রাহকদের। সতর্ক না হওয়ার ফলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে মত বিশেষজ্ঞদের।
এটিএমে কার্ডের পিন নম্বর হাতিয়ে লক্ষাধিক টাকা আত্মসাত
ফের ভুয়ো পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে শিকার এক বেসরকারি সংস্থার কর্মী। ঠিক একদিন আগে রাজ্যের দুপ্রান্তে ফের ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে এটিএম কার্ডের পিন নম্বর হাতিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের একই অভিযোগ সামনে এল। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের কর্মী পরিচয়ে