সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে তৎপর মমতা সরকার

কলকাতা: সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে তৎপর সরকার। বুধবার ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে উপলক্ষ্যে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘আজ ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। আমাদের সরকার নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিতে দায়বদ্ধ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায়

সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে তৎপর মমতা সরকার

কলকাতা: সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে তৎপর সরকার। বুধবার ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে উপলক্ষ্যে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘‌আজ ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। আমাদের সরকার নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিতে দায়বদ্ধ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যের ওষুধের দোকান খুলেছি। সেখানে বাজারের থেকে অনেক কম দামে ওষুধ পাওয়া যায়। খোলা হয়েছে প্যাথলজিক্যাল সেন্টারও। বেসরকারি হাসপাতালের মতো সরকারি হাসপাতালেও আইসিইউ, এইচডিইউ, সিসিইউ এবং মা ও শিশুদের জন্য বিশেষ বিভাগ খোলা হয়েছে।’‌ প্রসঙ্গত, দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। বিজেপির পরাজয়কে জনগণের সঠিক সিদ্ধান্ত বলে মত তাঁর। পাশাপাশি সকল বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতেও ভোলেননি মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + ten =