বারাসত: মাত্র ২০০ টাকায় ভারতীয় নাগরিকত্বের নথি! শুনতে অবাক হলেও এমনটাই সত্যি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মাত্র ২০০ টাকার বিনিময়েও ভারতীয় নাগরিক হিসাবে জাল ভোটার কার্ড তৈরি দিয়েছে বনগাঁর অরূপ বিশ্বাস। পুলিসি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তবে, খরিদ্দার বুঝে জাল কার্ডের দাম নিত সে। কাউকে ফেরাত না। ২০০ টাকায় যেমন ভোটার কার্ড তৈরি করে দিত, তেমনই মালদার খরিদ্দার পেলে দু’হাজার টাকাও নিত। সেই জাল কার্ড নিয়ে বহু অনুপ্রবেশকারী আধার কার্ড সহ অন্য ভারতীয় নথি তৈরি করে ফেলেছে। পুলিস জানিয়েছে, এই চক্রে অরূপের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তাদের সকলকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি চলছে। গত ৭ ডিসেম্বর বনগাঁ থানার পুলিস জাল ভোটার কার্ড তৈরি চক্র চালানোর অভিযোগে বনগাঁর একটি এলাকা থেকে অরূপকে গ্রেপ্তার করে। তার বয়স মাত্র ২৭ বছর। প্রচুর পরিমাণে জাল ভোটার কার্ড উদ্ধার হয়। বেশ কিছু আসল কার্ডও উদ্ধার হয়। কম্পিউটার, প্রিন্টার সহ বেশকিছু জিনিসপত্র উদ্ধার হয়। ওই আসল ভোটার কার্ড যাঁদের নামে, তাঁদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন।
মাত্র ২০০ টাকায় ভোটার কার্ড পেতে চান? বনগাঁয় হরির লুট!
বারাসত: মাত্র ২০০ টাকায় ভারতীয় নাগরিকত্বের নথি! শুনতে অবাক হলেও এমনটাই সত্যি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মাত্র ২০০ টাকার বিনিময়েও ভারতীয় নাগরিক হিসাবে জাল ভোটার কার্ড তৈরি দিয়েছে বনগাঁর অরূপ বিশ্বাস। পুলিসি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তবে, খরিদ্দার বুঝে জাল কার্ডের দাম নিত সে। কাউকে ফেরাত না। ২০০ টাকায় যেমন ভোটার কার্ড তৈরি করে দিত,