এক ফোনেই পড়ুয়াদের সব সমস্যার সমাধানের উদ্যোগ

কলকাতা: গৃহশিক্ষকতা এবং সহায়িকা নির্ভর স্কুলশিক্ষার ধারা উল্টোস্রোতে বইয়ে দিচ্ছে ‘সহজপাঠ-টিচার অন কল’। টোল ফ্রি নম্বরে কল করলেই স্কুল পড়ুয়ারা বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধান জেনে নিতে পারছে। শিক্ষাবিদ সমীর ব্রহ্মচারীর উদ্যোগে একটি দাতব্য ট্রাস্ট এই পরিষেবা চালু করেছে। ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিত গৃহবধূ যাবতীয় সমাধান বাতলে দিচ্ছেন এই পড়ুয়াদের। আইভিআর সিস্টেমে ক্লাউড বেসড

এক ফোনেই পড়ুয়াদের সব সমস্যার সমাধানের উদ্যোগ

কলকাতা: গৃহশিক্ষকতা এবং সহায়িকা নির্ভর স্কুলশিক্ষার ধারা উল্টোস্রোতে বইয়ে দিচ্ছে ‘সহজপাঠ-টিচার অন কল’। টোল ফ্রি নম্বরে কল করলেই স্কুল পড়ুয়ারা বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধান জেনে নিতে পারছে। শিক্ষাবিদ সমীর ব্রহ্মচারীর উদ্যোগে একটি দাতব্য ট্রাস্ট এই পরিষেবা চালু করেছে। ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিত গৃহবধূ যাবতীয় সমাধান বাতলে দিচ্ছেন এই পড়ুয়াদের। আইভিআর সিস্টেমে ক্লাউড বেসড কমিউনিকেশনের মাধ্যমে গোটা পরিষেবা চলছে। তাই কলগুলি রেকর্ড করারও সুবিধা থাকছে। সমীরবাবু জানান, প্রায় ৬০০০ ছাত্রছাত্রী এই ব্যবস্থায় সুবিধা লাভ করেছে। তারা চারশোরও বেশি স্কুলের পড়ুয়া। এখনও পর্যন্ত ৮০ হাজারেরও বেশি কল পেয়েছে সহজপাঠ। এরা প্রত্যেকেই গ্রামীণ এলাকার পড়ুয়া। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পাওয়া কলগুলিকে বিশ্লেষণ করা হয়েছে। তার মাধ্যমে ৪০-৫০ জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয়েছে ট্যালেন্ট সার্চের মাধ্যমে। দেখা যাচ্ছে, এদের অধ্যবসায় ব্যতিক্রমী পর্যায়ের। জানার আগ্রহও অন্যদের চেয়ে অনেক বেশি। একবার কল না লাগলে বার বার করে ফোন করছে। এদের জন্য বিশেষ কিছু করার উদ্দেশ্যে এবং পরিষেবা আরও ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন সংস্থার দ্বারস্থ হতে চাইছে এই ট্রাস্ট। যাতে তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাতের তহবিল থেকে অনুদানের মাধ্যমে এই পরিষেবাকে আরও জোরদার এবং বিস্তৃত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 1 =