আজ বিকেল: দীর্ঘ লড়াই-আন্দোলনের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে কম্পিউটার শিক্ষকদের পুনর্নিয়োগ করা হলেও কিছুতেই কাটছে না জটিলতা৷ চাকরি টিকে থাকলেও নিয়োগ সংস্থার বিরুদ্ধে অনিয়মিত বেতন ও নানান অছিলায় বেতন কাটার অভিযোগ তুললেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ বেতন সমস্যা মেটানো-সহ একগুচ্ছ দাবিতে মিন্টপার্কে সংস্থার দপ্তরের সামনে ধর্নায় বসলেন ICT School coordinator-এর অন্তত ৬৫০০ জন শিক্ষক৷
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামা এক কম্পিউটার শিক্ষক ভূপেশ কেস বলেন, ‘‘আমরা ICT School coordinator৷ রাজ্যে ৬৫০০ জন শিক্ষক চূড়ান্ত সমস্যা পড়েছি৷ বর্তমানে আমরা কর্মহারা হয়ে পড়েছি৷ তাই আজকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচিতে নেমেছি৷’’
আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর উদ্যোগ চাকরি বহাল থাকলেও বেতন পেতে সমস্যা হচ্ছে তাঁদের৷ মাসে ৪৬৮৩টাকা বেতন দেওয়া কথা থাকলেও নানান অছিলায় কাটা হচ্ছে বেতন৷ মাসে মাত্র চার হাজার টাকা ধরা হচ্ছে তাঁদের৷ দেওয়া হচ্ছে না PF, ESI সহ বিভিন্ন সুযোগ-সুবিধা৷ অভিযোগ, প্রায় মাস দু’য়েক বকেয়া রয়েছে বেতন৷ এই পরিস্থিতিতে পরিবার চালানো দায় হয়ে পড়েছে তাঁদের৷ মূলত, এই সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে নামেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
পঞ্চায়েত ভোটের আগে কম্পিউটার শিক্ষক (আইসিটি)-দের পুনর্নিয়োগ করে শিক্ষা দপ্তর। মোট ৮০০টি স্কুলের কম্পিউটার শিক্ষককে ১৪ মে থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়৷ এ ব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সমস্যার কথা জানিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্নায়ও বসেছিলেন এই শিক্ষকরা। তখন শিক্ষামন্ত্রী তাঁদের পুনর্নিয়োগের আশ্বাস দেন। তারপর রাজ্য সরকারের নিয়ন্ত্রাণাধীন সংস্থা ওয়েবেলকে এই শিক্ষকদের পুনর্নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। পুনর্নিয়োগের খবর জানতে পেরে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসেন কম্পিউটার শিক্ষকরা। কিন্তু, এবার বেতন সমস্যায় চূড়ান্ত বিপাকে কয়েক হাজার শিক্ষক৷