কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোম-মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা নামবে। তখনই জাঁকিয়ে শীত পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার তাপমাত্রা একলাফে অনেককটা বেড়ে যায়। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৪-১৫ ডিগ্রির আশপাশে ছিল এদিন। উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়েছে। পাশপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ বেড়ে গিয়েছে। এই কারণেই বেড়েছে তাপমাত্রা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোম-মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা নামবে। তখনই জাঁকিয়ে শীত পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার তাপমাত্রা একলাফে অনেককটা বেড়ে যায়। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজ,