কলকাতা: পাশ-ফেল চালু করা নিয়ে নীরব থাকায় এবার সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দুষলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মহাজাতি সদনে সমগ্র শিক্ষা অভিযানের একটি অনুষ্ঠানে পাশ-ফেল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা তো তৈরি হয়ে বসেই আছি। চালু করার জন্য তো উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু যারা এটা শুরু করেছিল, তারাই এখন চুপ করে আছে। প্রকাশ জাভড়েকর যখন এসেছিলেন, তখন তো সাংবাদিকদের তিনি বলেছিলেন যে শিগগিরই হয়ে যাচ্ছে। ওরা যা হোক কিছু একটা বলুক।’’ শিক্ষামন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট, নতুন শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল চালু হবে, এমন কোনও দিশা আপাতত নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, পঞ্চম না অষ্টম শ্রেণীতে পরীক্ষা হবে, কিছু একটা তো কেন্দ্র বলুক। তারপর আমরাও বলব। এরপর তো আমরা জানতে চাইব, আপনারা পাশ-ফেল ফেরাতেই চাইছেন না চাইছেন না। তখনই ওঁদের মনোভাব আরও স্পষ্ট হয়ে যাবে। এখনও পর্যন্ত কোনও সার্কুলার নেই। এ নিয়ে কোনও রিপোর্টও আমি দেখিনি। অর্থাৎ শিক্ষামন্ত্রীর কথাতেই স্পষ্ট, শুরু হতে চলা শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল চালুর কোনও সম্ভাবনা নেই। প্রসঙ্গত, পাশ-ফেল সংক্রান্ত বিলটি এখনও রাজ্যসভায় তোলাই হয়নি৷
পাশ-ফেল চালু নিয়ে কী ভাবছে রাজ্য? স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী
কলকাতা: পাশ-ফেল চালু করা নিয়ে নীরব থাকায় এবার সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দুষলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মহাজাতি সদনে সমগ্র শিক্ষা অভিযানের একটি অনুষ্ঠানে পাশ-ফেল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা তো তৈরি হয়ে বসেই আছি। চালু করার জন্য তো উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু যারা এটা শুরু করেছিল, তারাই এখন চুপ করে আছে। প্রকাশ জাভড়েকর যখন এসেছিলেন,