কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, উপকূলবর্তী এলাকায় বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি হবে। মঙ্গলবারের পর ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলে ফের তাপমাত্রা কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার যে বিশেষ পূর্বাভাস দিয়েছে, তাতে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়ায় সোমবার বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও বীরভূম জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেদিনও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় সোমবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, নামবে দিনের তাপমাত্রা
কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, উপকূলবর্তী এলাকায় বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি হবে। মঙ্গলবারের পর ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলে ফের তাপমাত্রা কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার যে বিশেষ