হাবড়া: ১১ দিনের শিশু বিক্রির অভিযোগে উত্তর ২৪ পরগনার হাবড়া-অশোকনগর এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এলাকার এক প্রাইভেট নার্সিংহোমের মালিকও রয়েছেন বলে জানা গিয়েছে। জানা গেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে, যে দম্পতি শিশুটিকে ৬০ হাজার টাকার বিনিময়ে কিনেছিলেন, তাঁরাও রয়েছেন। এছাড়াও নার্সিংহোমের কেয়ারটেকার এবং নার্সিংহোমের সঙ্গে যুক্ত এক হাতুড়ে ডাক্তারও রয়েছেন বলে জানা গিয়েছে।ঘটনাটি সামনে আসে, যখন এক দম্পতি হাবড়া হাসপাতালে এক অসুস্থ নবজাতক কন্যাকে নিয়ে গিয়েছিলেন। শিশুটির জন্ম সংক্রান্ত কোনও কাগজপত্র দেখাতে পারেননি। তখনই হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায়, তারা বিষয়টি পুলিশকে জানান। এরপর ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জেরায় ভেঙে পড়ে ওই দম্পতি স্বীকার করেন গোটা বিষয়টি। পুলিশের সামনে চলে আসে নবজাতক পাচার চক্রের ছবিটা। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি শিশুটির বাবা-মা কে। অভিযুক্ত নার্সিংহোমটিকে সিল করে দিতে তদন্তকারী অফিসারদের তরফে স্থানীয় আদালতে আবেদন জানানো হয়। আদালতের তরফে নার্সিংহোমের কেয়ারটেকার এবং হাতুড়ে ডাক্তারকে আটদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে বিচার বিভাগীয় হেফাজতে।
১১ দিনের শিশু বিক্রির অভিযোগে অশোকনগরে ধৃত ৫
হাবড়া: ১১ দিনের শিশু বিক্রির অভিযোগে উত্তর ২৪ পরগনার হাবড়া-অশোকনগর এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এলাকার এক প্রাইভেট নার্সিংহোমের মালিকও রয়েছেন বলে জানা গিয়েছে। জানা গেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে, যে দম্পতি শিশুটিকে ৬০ হাজার টাকার বিনিময়ে কিনেছিলেন, তাঁরাও রয়েছেন। এছাড়াও নার্সিংহোমের কেয়ারটেকার এবং নার্সিংহোমের সঙ্গে যুক্ত এক হাতুড়ে ডাক্তারও রয়েছেন বলে