আজ বিকেল: প্রাথমিক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের মধ্যেই ঐক্যবন্ধ আন্দোলেনে পা মেলালেন রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষক৷ রবিবার ছুটির দিনে কলকাকা শহরের রাজপথের দখল নিলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ শনিবার প্রাথমিক শিক্ষকদের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ শিয়ালদহ থেকে রাজা সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন বা UUPTWA৷ প্রায় হাজারখানিক প্রাথমিক শিক্ষক মিছিলে অংশ নিয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানান৷ প্রতিবাদ মিছিল থেকে সরকার পরিবর্তনেরও ডাক দেওয়া হয় বলে সংগঠনের তরফে জানানো হয়েছে৷
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পৃথা বিশ্বাস জানান, শিক্ষক সমাজের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল হাজির হয়েছেন হাজারো শিক্ষক৷ মিছিল হচ্ছে শিয়ালদহ থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত৷ ধিক্কার মিছিল থেকে দাবি তোলা হয়েছে যে কোন মূল্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে ও দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষকরা জানিয়েছেন, যত আক্রমনই নেমে আসুক না কেন, কোনও ভাবেই যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি স্তব্ধ হবে না৷ প্রয়োজনে সরকার বদলের ডাক দেওয়া হবে বলেও সংগঠনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷