কলকাতা: সপ্তাহের শুরুতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোন ফেথাইয়ের দাপটেই অকাল বৃষ্টির দাক্ষিণ্য পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আর সেই কথা সত্যি প্রমাণ করতেই যেন, রবিবার সকাল থেকে মুখ ভার আকাশের। কয়েক পশলা বৃষ্টিপাতের খবরও মিলেছে কয়েকটি জায়গায়। এদিকে দিল্লি মৌসম ভবন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে সাইক্লোনটি চেন্নাই উপকূল থেকে ৪৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় ৬৭০ কিলোমিটার দূরে রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জানা গেছে, আন্দামানের নীল ও হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন একাধিক পর্যটক। একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁরা। উদ্ধারকার্যে নেমছে উপকূল রক্ষীবাহিনী। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকার্য চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।
সপ্তাহের শুরুতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: সপ্তাহের শুরুতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোন ফেথাইয়ের দাপটেই অকাল বৃষ্টির দাক্ষিণ্য পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আর সেই কথা