কলকাতা: প্রশাসনের তরফে অনুমতি না মিললেও রথযাত্রা নিয়ে অনড় বিজেপি। আজ, সোমবার নবান্নের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা আদালতের দ্বারস্থ হচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে, গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি বাতিলকে রাজনৈতিকভাবে হাতিয়ার করতে আজ থেকে প্রতিটি জেলার ডিএম-এসডিও অফিসে আইন-অমান্য এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করবে দল। সূত্রের দাবি, মঙ্গলবার দিল্লিতে বিশেষ বৈঠকে ডেকেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়কে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে রথযাত্রা এবং বর্তমান পরিস্থিতিতে দলের আশু পদক্ষেপ নিয়ে দিক নির্দেশ করতে পারেন অমিত শাহ। অন্যদিকে, আজ হাইকোর্টের কাছে নতুন করে তিনটি রথযাত্রা সূচনার দিনক্ষণ জানাতে পারে পদ্ম শিবির। সেক্ষেত্রে ২২, ২৩ এবং ২৬ ডিসেম্বরের কথা উল্লেখ করা হতে পারে।
রথযাত্রা ইস্যুতে রাজ্যকে চ্যালেঞ্জ জানিয়ে আজ আদলতে যাচ্ছে বিজেপি
কলকাতা: প্রশাসনের তরফে অনুমতি না মিললেও রথযাত্রা নিয়ে অনড় বিজেপি। আজ, সোমবার নবান্নের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা আদালতের দ্বারস্থ হচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে, গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি বাতিলকে রাজনৈতিকভাবে হাতিয়ার করতে আজ থেকে প্রতিটি জেলার ডিএম-এসডিও অফিসে আইন-অমান্য এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করবে দল। সূত্রের দাবি, মঙ্গলবার দিল্লিতে বিশেষ বৈঠকে ডেকেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি