বিজেপিকে বিপাকে ফেলে রথযাত্রা বিরোধী জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে৷ আগামী বৃহস্পতিবার মামলার শুনানি৷ মামলাকারীদের অভিযোগ, বিজেপির রথযাত্রার অনুমতি দেওয়া হলে রাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট হতে পারে, এই আশঙ্কার কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে খবর৷ মামলা দায়ের করে আবেদনকারীদের তরফে দাবি করা হয়েছে, স্পর্শকাতর বা মিশ্র স্পর্শকাতর জায়গা বিজেপির রথ অনুমতি দিলে আইন-শৃঙ্খলা খারাপ হতে পারে৷ ইতিমধ্যেই রাজ্য গোয়েন্দাদের তরফেও বলা হয়েছে, রাজ্যে কোনওভাবে বিজেপির এই কর্মসূচি ঘিরে ঝামেলা বা অন্য কোনও হিংসার পরিস্থিতি তৈরি হতে পারে৷ গোয়েন্দাদের এই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের তরফেও অনুমতি দেওয়া হবে না বলে বিজেপিকে সাফ জানিয়ে দেওয়া হয়৷ পরে, রাজ্যের বিরুদ্ধে আজ কলকাতা হাই কোর্টে দ্বিতীয় দফায় মামলা রুজু করে বিজেপি৷ বিজেপির তরফে মামলা দায়ের হতে না হতেই রথযাত্রা বিরোধী মামলা গ্রহণ করল আদালত৷ অন্যদিকে, বিজেপির রথযাত্রায় মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ আগামীকাল, মঙ্গলবার মামলা শুনবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷
এবার রথযাত্রা বিরোধী জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে
বিজেপিকে বিপাকে ফেলে রথযাত্রা বিরোধী জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে৷ আগামী বৃহস্পতিবার মামলার শুনানি৷ মামলাকারীদের অভিযোগ, বিজেপির রথযাত্রার অনুমতি দেওয়া হলে রাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট হতে পারে, এই আশঙ্কার কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে খবর৷ মামলা দায়ের করে আবেদনকারীদের তরফে দাবি করা হয়েছে, স্পর্শকাতর বা মিশ্র স্পর্শকাতর জায়গা বিজেপির রথ অনুমতি