শিক্ষক বিদ্রোহে আগুনে ঘি ঢেলে রাজ্যকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ ও প্রাথমিক শিক্ষকদের বিদ্রোহে আগুনে ঘি ঢেলে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আজ, বিজেপি শিক্ষক সেলের ধর্না কর্মসূচি মঞ্চে যোগ দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘সরকারি কর্মচারীরা নিজেদের হকের টাকা পাচ্ছেন না৷ যোগ্য সম্মানও পাচ্ছেন না৷ এই সরকারকে দিয়ে আর কিছু হওয়ার নেই৷ ধমকে-চমকে কী

শিক্ষক বিদ্রোহে আগুনে ঘি ঢেলে রাজ্যকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ ও প্রাথমিক শিক্ষকদের বিদ্রোহে আগুনে ঘি ঢেলে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আজ, বিজেপি শিক্ষক সেলের ধর্না কর্মসূচি মঞ্চে যোগ দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘সরকারি কর্মচারীরা নিজেদের হকের টাকা পাচ্ছেন না৷ যোগ্য সম্মানও পাচ্ছেন না৷ এই সরকারকে দিয়ে আর কিছু হওয়ার নেই৷ ধমকে-চমকে কী আর সরকার চলে? বাঁচতে চাইলে সরকারি কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দিন৷’’

আজ দুপুরে রাজ্য দপ্তর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বিজেপি৷ মিছিলে পা মেলান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ মিছিল শেষ হয় ধর্মতলা ওয়াই চ্যনেলে৷ সেখানে ধর্নামঞ্চে উঠে রাজ্যের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ৷ জানান, শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন না দেওয়া হলে বিজেপি গোটা রাজ্যজুড়ে আন্দোলনের নামবে৷

এদিনের এই কর্মসূচিতে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ, শিক্ষক, প্রাথমিক শিক্ষক, বিদ্যুৎ কর্মচারী পরিষদ সহ গেরুয়া শিবিরের একঝাঁক সংগঠনকে আন্দোলনমুখী করে তোলার উদ্যোগ নেওয়া হয়৷ কেননা, আর্থিক পাওনা-গন্ডা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ তিনবছরে বেশি সময় হয়ে পার হয়ে গেলেও ষষ্ঠ বেতন কমিশন তার রিপোর্ট জমা করেনি৷ তার উপর ফের ছ’মাসের জন্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে৷ অন্যদিকে, গত সাত বছরে বকেয়া ডিএ’র পরিমাণ ক্রমে বেড়েই চলেছে৷ এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিহিংসামূলক বদলি সংক্রান্ত ক্ষোভ৷ সবমিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের চাপা অসন্তোষকে আরও উসকে দিতে বিজেপির তরফে এই জোরদার আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twenty =