ফের প্রশ্ন বিভ্রাট কলকাতা বিশ্ববিদ্যালয়ে

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম সেমেস্টারের পরীক্ষায় ম্যানেজমেন্টের তিনটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি দেখা গেল। দক্ষিণ কলকাতার একটি কলেজের অধ্যক্ষ বলেন, এদিন প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট-এর পরীক্ষা ছিল। তিনটি প্রশ্ন নিয়ে ছাত্রছাত্রীরা আমাদের কাছে অভিযোগ জানান। আমরা তখন বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারস্থ হই। ওয়েবসাইটও দেখি। তখন দেখি ১৯৫৪ সালের দ্য প্রিন্সিপল অব ম্যানেজমেন্ট বইটি পিটার এফ ড্রাকারের লেখা।

ফের প্রশ্ন বিভ্রাট কলকাতা বিশ্ববিদ্যালয়ে

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম সেমেস্টারের পরীক্ষায় ম্যানেজমেন্টের তিনটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি দেখা গেল। দক্ষিণ কলকাতার একটি কলেজের অধ্যক্ষ বলেন, এদিন প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট-এর পরীক্ষা ছিল। তিনটি প্রশ্ন নিয়ে ছাত্রছাত্রীরা আমাদের কাছে অভিযোগ জানান। আমরা তখন বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারস্থ হই। ওয়েবসাইটও দেখি। তখন দেখি ১৯৫৪ সালের দ্য প্রিন্সিপল অব ম্যানেজমেন্ট বইটি পিটার এফ ড্রাকারের লেখা। কিন্তু অপশনে তাঁর নামটিই নেই। আরেকটি প্রশ্নের সঠিক উত্তর হবে মেরি পার্কার ফলেট। কিন্তু সেই নামটিও অপশনে নেই। অন্য একটি প্রশ্ন নিয়েও বিভ্রান্তি রয়েছে। কিন্তু এ বিষয়ে আমাদের কিছু করার নেই। এটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিনহাকে ফোনে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =