কলকাতা: নিটের ভুলে ভরা প্রশ্নপত্র নিয়ে এক মামলার পরিপ্রেক্ষিতে আয়োজক সংস্থা সিবিএসই বোর্ডকে মামলাকারী পরীক্ষার্থীকে আরও ২০ নম্বর দিতে বলল কলকাতা হাইকোর্ট। ‘ওয়াসিম আক্রম হোসেন নামে ওই পরীক্ষার্থী বনাম ভারত সরকার ও অন্যান্যরা’ মামলার রায়ে বিচারপতি অরিন্দম সিনহা এই রায়দান করেছেন। চাঞ্চল্যকর এই রায়ে আরও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হল, সিবিএসই আয়োজিত এই সর্বভারতীয় পরীক্ষায় আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রে অজস্র ভুল ছিল। এ বছর ৬ মে হয়েছিল ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট। তাতে অংশ নিয়েছিলেন এরাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী। সেখানে আঞ্চলিক ভাষার প্রশ্নপত্র বিভ্রাট নিয়ে গত বছরের মতো এবছরও তুলকালাম বাধে। বাংলার পরীক্ষার্থীদের একাংশ অভিযোগ করে, এবার নিটের ১৮০টি প্রশ্নপত্রের মধ্যে নাকি ১৮১টি ভুল রয়েছে। সেই ভুল বুঝতে গিয়ে সময় নষ্ট হয়েছে। সার্বিকভাবে ফল খারাপ হয়েছে।
ভুলে ভরা প্রশ্নপত্র, পড়ুয়াদের ২০ নম্বর দিতে নির্দেশ হাইকোর্টের
কলকাতা: নিটের ভুলে ভরা প্রশ্নপত্র নিয়ে এক মামলার পরিপ্রেক্ষিতে আয়োজক সংস্থা সিবিএসই বোর্ডকে মামলাকারী পরীক্ষার্থীকে আরও ২০ নম্বর দিতে বলল কলকাতা হাইকোর্ট। ‘ওয়াসিম আক্রম হোসেন নামে ওই পরীক্ষার্থী বনাম ভারত সরকার ও অন্যান্যরা’ মামলার রায়ে বিচারপতি অরিন্দম সিনহা এই রায়দান করেছেন। চাঞ্চল্যকর এই রায়ে আরও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হল, সিবিএসই আয়োজিত এই সর্বভারতীয় পরীক্ষায় আঞ্চলিক ভাষার