কলকাতা: রাজ্যে ১ কোটির ৭ লক্ষের বেশি সংখ্যালঘু পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে বলে টুইটারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, মঙ্গলবার সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘আপনারা জানলে খুশি হবেন এই বাংলায় আমারা ১.৭ কোটির বেশি সংখ্যালঘু পড়ুয়াকে বৃত্তি দিয়েছি৷ গোটা দেশের এই প্রথম, কোনও রাজ্য সরকার এত সংখ্যক পড়ুয়াকে বৃত্তি দল৷’’ সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি দেওয়ার ঘোষণার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী লেখেন,‘‘ আমরা সবাই সমান। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি।’’
Today is #MinorityRightsDay. We are all equal and united. Unity in diversity is our strength. You will be happy to know that in #Bangla, we have distributed scholarships to over 1.7 crore minority students, the highest in the country. My best wishes to all
— Mamata Banerjee (@MamataOfficial) December 18, 2018