কলকাতা: পড়ুয়াদের কীভাবে পড়াতে হয়, তার জন্য চাকরির আগেই একপ্রস্থ প্রশিক্ষণ নিয়ে থাকেন শিক্ষকরা। কিন্তু কীভাবে প্রশ্ন করবেন, তার জন্য আলাদা কোনও পাঠ সেভাবে দেওয়া হয় না। এবার রাজ্য সরকার শিক্ষকদের প্রশ্নপত্র কীভাবে তৈরি করতে হয়, তা নিয়ে ট্রেনিং দেবে। একাদশ-দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় দিয়েই তা শুরু হচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বিষয়েও এমন প্রশিক্ষণ হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণীর লার্নিং আউটকাম নিয়ে মূলত প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে শিক্ষকদের। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পড়ুয়ারা কী শিখবে, তা নিয়ে যেমন আগেই তালিকা তৈরি করার কথা হয়েছে, এই ক্ষেত্রেও তেমনই ব্যবস্থা করা হচ্ছে। সেই প্রশিক্ষণের মধ্যে একাধিক বিষয় রয়েছে। সেখানও হবে প্রশ্ন করা ও মূল্যায়ন করার পদ্ধতি। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, সিলেবাস কমিটি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধিরা এই প্রশিক্ষণ দেবেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই প্রশিক্ষণ।
প্রশ্নপত্র কীভাবে করতে হয়? শিক্ষকদের শেখাবে শিক্ষা দপ্তর
কলকাতা: পড়ুয়াদের কীভাবে পড়াতে হয়, তার জন্য চাকরির আগেই একপ্রস্থ প্রশিক্ষণ নিয়ে থাকেন শিক্ষকরা। কিন্তু কীভাবে প্রশ্ন করবেন, তার জন্য আলাদা কোনও পাঠ সেভাবে দেওয়া হয় না। এবার রাজ্য সরকার শিক্ষকদের প্রশ্নপত্র কীভাবে তৈরি করতে হয়, তা নিয়ে ট্রেনিং দেবে। একাদশ-দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় দিয়েই তা শুরু হচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বিষয়েও এমন