কলকাতা: রেল দুর্ঘটনা এড়ানো থেকে নিরাপত্তার উপর নজরদারি—সবেতেই ড্রোনের ব্যবহার এখন বেড়েছে। যেখানে মানুষ বা অন্যান্য ক্যামেরা পৌঁছতে পারবে না, সেই সব জায়গায় অনায়াসে পৌঁছে যাবে ড্রোন। এর জনপ্রিয়তাও বাড়ছে দিনদিন। এবার সেই যন্ত্রের ব্যবহার বা তৈরি নিয়ে ক্লাস শুরু করছে রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের হরিণঘাটা ক্যাম্পাসে ছ’মাসের সার্টিফিকেট কোর্স শুরু হচ্ছে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্লাস করানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। কোর্সে কী কী শেখানো হবে? ড্রোন কীভাবে চালাতে হয়, তা খারাপ হয়ে গেলে কীভাবে মেরামত করা যাবে, তার পাঠ দেওয়া হবে। শুধু তাই নয়, যন্ত্রাংশ লাগিয়ে ড্রোন তৈরির কাজও শেখানো হবে। বিভিন্ন দিক থেকে ছবি তোলার কায়দা, সেই ছবি নিয়ে কীভাবে কাজ করা যায়, সবই রয়েছে এই পাঠ্যক্রমে। ড্রোনের এই কোর্স সম্পর্কে উপাচার্য সৈকত মৈত্র বলেন, এখন সব ক্ষেত্রেই এই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। ফলে এতে চাকরির আগ্রহও কম নয়। তাই ইচ্ছুক পড়ুয়ারা এ নিয়ে ক্লাস করলে আগামীদিনে ভালো চাকরি পেতে পারবেন।
ড্রোন মেরামতিতে ৬ মাসের কোর্স আনছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কলকাতা: রেল দুর্ঘটনা এড়ানো থেকে নিরাপত্তার উপর নজরদারি—সবেতেই ড্রোনের ব্যবহার এখন বেড়েছে। যেখানে মানুষ বা অন্যান্য ক্যামেরা পৌঁছতে পারবে না, সেই সব জায়গায় অনায়াসে পৌঁছে যাবে ড্রোন। এর জনপ্রিয়তাও বাড়ছে দিনদিন। এবার সেই যন্ত্রের ব্যবহার বা তৈরি নিয়ে ক্লাস শুরু করছে রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের হরিণঘাটা ক্যাম্পাসে ছ’মাসের সার্টিফিকেট কোর্স শুরু হচ্ছে। একটি বেসরকারি সংস্থার